সাত সাগর আর তের নদীর পারে Lyrics | Sat Sagor Ar Tero Nodir Pare Lyrics

সাত সাগর আর তের নদীর পারে Lyrics

Sat Sagor Ar Tero Nodir Pare Lyrics

মূল শিল্পী : শ্যামল মিত্র।

 

সাত সাগর আর তের নদীর পারে Lyrics

 

আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সাত সাগর আর তের নদীর পারে
ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
দেখে এলেম তারে
সাত সাগরের পারে।


সে এক রূপ কথারই দেশ
ফাগুন সেথা হয়না কভু শেষ
তারারই ফুল পাপড়ি ঝড়ায়
সেথায় পথের ধারে।


সে রূপ কথারই দেশে
যে রঙ আমি কুড়িয়ে পেলেম প্রাণে
সুর হয়ে তাই ঝড়ে আমার গানে।
তাই খুশির সীমা নাই
বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই
জানিনা আজ হৃদয় কোথায়
হারায় বারে বারে।।
*************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *