Sare Aath Hazar Mail Dure Lyrics | সাড়ে আট হাজার মাইল দূরে

Song: সাড়ে আট হাজার মাইল দূরে.
Singer : চমক হাসান

Sare Aath Hazar Mail Dure Lyrics

ও গান তুমি,
ও গান তুমি,
ভেসে যাও আলোকের কণায়,
গান ভেসে যাও তরঙ্গ মূর্ছনায়;
গান ভেসে যাও অতলান্তিক ঘুরে,
ভেসে যাও গান তুমি প্রশান্ত ঘুরে;
সাড়ে আট হাজার মাইল দূরে.
সাড়ে আট হাজার মাইল দূরে..
সাড়ে আট হাজার মাইল দূরে।
বহু দূরে কোন খোলা জানালায়,
উদাসী মেঘেরা খেলে অবেলায়;
তখন অকারণ কোন আনমনা মন,
বিরহী দু’চোখে জল ঝরাবেই;
ও গান তাড়াতাড়ি, তুমি যাও তার বাড়ি,
বৃষ্টিটা নামার আগেই;
পৌঁছে যেও প্রথম জলকণা গড়াবার আগেই।।
ও গান তুমি,
ও গান তুমি,
ভেসে যাও আলোকের কণায়,
গান ভেসে যাও তরঙ্গ মূর্ছনায়;
গান ভেসে যাও অতলান্তিক ঘুরে,
ভেসে যাও গান তুমি প্রশান্ত ঘুরে;
সাড়ে আট হাজার মাইল দূরে.
সাড়ে আট হাজার মাইল দূরে..
সাড়ে আট হাজার মাইল দূরে।
ও গান তুমি বলে দিও তাকে
আমিও বাঁচি অভিনয়ে,
মুখোশের আড়ালে নোনা চোখ ঢেকে
অন্য অনেক পরিচয়ে;
ব্যাথাগুলো বুঝিয়ে বোলো,
আর বোলো আসছি আমি;
ফুরোবে এইবার, পালা অপেক্ষার;
যাও বলে দাও ও গান তুমি।
ও গান তুমি,
ও গান তুমি,
ভেসে যাও আলোকের কণায়,
গান ভেসে যাও তরঙ্গ মূর্ছনায়;
গান ভেসে যাও অতলান্তিক ঘুরে,
ভেসে যাও গান তুমি প্রশান্ত ঘুরে;
সাড়ে আট হাজার মাইল দূরে.
সাড়ে আট হাজার মাইল দূরে..
সাড়ে আট হাজার মাইল দূরে।
সাড়ে আট হাজার মাইল দূরে.
সাড়ে আট হাজার মাইল দূরে..
সাড়ে আট হাজার মাইল দূরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *