সদানন্দময়ী কালী
Sadanandamoyi Kaali
মনোহর সাহী-ঝাঁপতাল
কথা: কমলাকান্ত ভট্টাচার্য
(সাধক কমলাকান্ত)
কণ্ঠ: পান্নালাল ভট্টাচার্য
শ্যামা সঙ্গীত
Sadanandamoyi Kaali Lyrics
[সদানন্দময়ী কালী,
মহাকালের মনোমোহিনী]-২
[(তুমি)আপনি নাচ,আপনি গাও মা]-২
আপনি দাও মা করতালি
সদানন্দময়ী কালী,
মহাকালের মনোমোহিনী।
[আদিভূতা সনাতনী,
শূন্যরূপা শশী-ভালী]-২
[ব্রহ্মাণ্ড ছিলো না যখন]-২
মুণ্ডমালা কোথায় পেলি
সদানন্দময়ী কালী,
মহাকালের মনোমোহিনী।
[সবে মাত্র তুমি যন্ত্রী,
আমরা তোমার যন্ত্রে চলি]-২
[যেমন রাখো তেমনি থাকি মা]-২
যেমন বলাও তেমনি বলি
[অশান্ত কমলাকান্ত
দিয়ে বলে গালাগালি]-২
[(এবার) সর্বনাশী ধরে অসি]-২
ধর্মাধর্ম দুটো খেলি
সদানন্দময়ী কালী,
মহাকালের মনোমোহিনী
[আপনি নাচ আপনি গাও মা]-২
আপনি দাও মা করতালি
সদানন্দময়ী কালী,
মহাকালের মনোমোহিনী
সদানন্দময়ী কালী।
সদানন্দময়ী কালী
সদানন্দময়ী কালী, মহাকালের মনমোহিনী | (২)
তুমি আপনি নাচ, আপনি গাও মা,
আপনি দাও মা করতালি |
সদানন্দ ময়ী কালী ||
আদি ভূতা সনাতনী, শুন্য রূপী শশী ভালি , (২)
ব্রম্মান্ড ছিল না যখন, (২)
মুণ্ডমালা কোথায় পেলি |
সদানন্দ ময়ী কালী ||
সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে চলি, (২)
যেমন রাখো তেমনি থাকি মা, (২)
যেমন বলাও তেমনি বলি |
অশান্ত কমলাকান্ত, দিয়ে বলে গালাগালি,
এবার সর্বনাশী ধরে অসি, ধর্মাধর্ম দুইটা পেলি |
সদানন্দ ময়ী কালী ||