Ruper Oi Prodip Jele Lyrics | রূপের ঐ প্রদীপ জ্বেলে

Ruper Oi Prodip Jele Lyrics

রূপের ঐ প্রদীপ জ্বেলে

মূল শিল্পী : তালাত মাহমুদ।

 

Ruper Oi Prodip Jele Lyrics

রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
কাছে কেউ না এলে আর
মনের ঐ এত মধু কেন জমেছে
যদি কেউ না থাকে নেবার।
রূপের ঐ প্রদীপ জ্বেলে…
কী হবে তোমার?

 

ও নূপুর না বাজালে কারো বাঁশিতে
ও হাসি না মেশালে কারো হাসিতে
তোমার ঐ সোনার ফাগুন কী দাম পাবে
যদি কেউ না থাকে দেবার…

 

এ জীবন না জড়ালে কারো জীবনে
এ স্বপন না ছড়ালে কারো স্বপনে
রঙিন ঐ দিনগুলি কী এমন রবে
সাড়া কেউ দিবে না যে আর…

রূপের ঐ প্রদীপ জ্বেলে…
কী হবে তোমার?

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *