রসূল নামে কে এলো মদিনায় Lyrics | Rosul Naame Ke Elo Modinay Lyrics

রসূল নামে কে এলো মদিনায় Lyrics

Rosul Naame Ke Elo Modinay Lyrics

 

রসূল নামে কে এলো মদিনায় Lyrics

 

রসূল নামে কে এলো মদিনায়!
রাসুল নামে।
ওরে আকাশের চন্দ্র কেড়ে
ও কে আনল দুনিয়ায়।।
গলেতে তসবীর মালা
কে চলে ওই কমলিওয়ালা রে
-ওরে আমার বুকের দরজা খোলা
তাঁরে ডেকে নিয়ে আয়।।
দেখি নাই শুনি নাই কথা
মাইনষে নাশে মাইনষের ব্যথা রে
-ওরে এমনও দরদীর কথা
শুনলে পরাণও জুড়ায়।।

 

Rosul Naame Ke Elo Modinay Lyrics



শিরোনাম: রাসুল নামে, কে এলো
কথা ও সুর : পল্লীকবি জসীমউদ্দীন
শিল্পী : ফরিদা পারভীন
Title: Rasul Name ke elo
Lyrics & tune: Pollikobi Jashim Uddin
Singer: Farida Parvin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *