Rosik Maula Noyon Thare Lyrics | রসিক মওলা নয়ন ঠারে

Rosik Maula Noyon Thare Lyrics
রসিক মওলা নয়ন ঠারে

Rosik Maula Noyon Thare Lyrics

রসিক মওলা নয়ন ঠারে মন মজাল
(তোরা) দেখলে পরে বুঝতে পাবি কি দিয়ে জগৎ ভুলাল
মোহন মুরতি রূপ, নুরের ছটা অপরূপ।
রূপ সাগরের প্রেম তরঙ্গে সাধের বাজার বসাল
ভবে যারা জীবন ধরে, ধর্ম্ম কর্ম কত করে
এই দাসেরে মওলা ধনে রাতুল চরণ দেখাল।
সেই চরণ দেখিলে তোরা, হ’য়ে যাবি আত্মহারা
বলবি তোরা কোরআন কিতাব, প্রেমানলে জ্বলাল।
কাবা গৃহের যাত্রীগণ, সাধি এল হজ্ব ধন
দাসগণের বাবার চরণ, কেবলা কাবা বানাল।
যাওরে বসন্ত তুমি জিজ্ঞাসিও পদ চুমি
কোন দোষে করিমেরে যাবত জীবন কাদাল।
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *