Rokkha Koro Maijbhandari Lyrics | রক্ষা কর মাইজভাণ্ডারী

Rokkha Koro Maijbhandari Lyrics
রক্ষা কর মাইজভাণ্ডারী
রচয়িতা- মাওলানা বজজুল করিম মন্দাকিনী

Rokkha Koro Maijbhandari Lyrics

রক্ষা কর রক্ষা কর
রক্ষা কর মাইজভাণ্ডারী
অসহ্য হয়েছে জ্বালা আর জ্বালা সহিতে নারি।
জগত্রাতা ধরছ নাম, পূর্ণকর মনস্কাম
সত্য যদি হলে তুমি ভবের পাপ তাপ হারী।
শ্রী চরনের দোহাই ধরে, কান্দিতেছি পায় পড়ি,
তাপি প্রাণ শান্ত করে বর্ষিয় করুন বারি।।
বড় আশা করি মনে, এসে ছিলাম শ্রী চরনে,
চরন তরী দান করিয়ে পার করাবে প্রেমের পাড়ি।।
বৃথায় জনম গেল, আয়ু দিবা সন্ধা হল,
কি করিবে কর দোহাই, গাউসুল আযম মাইজভাণ্ডারী।।
তোমার দরবার হতে,আমি গেলে শূর্ণ হাতে,
হাশরে হইব বল, কার নামের কলঙ্ক জারি।।
কত পাপী তোমার বরে, পাপ মুক্ত গেল তরে,
কারা মুক্ত কর আমায়, কি ফল দাসের মারি।।
ক্ষমা কর অপরাধ, পূর্ণকর মন সাধ,
তুমি বিনে কেবা আছে করিমেরে লই উদ্ধারী।।
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *