Roder Nishana Lyrics | রোদের নিশানা লিরিক্স | X=Prem | Arjun | Anindya | Shruti | Sanai | Dhrubojyoti | Srijit

Roder Nishana – Sanai
রোদের নিশানা
Lyricist – Dhrubojyoti Chakraborty
Composer – Sanai 
Arrangement and programming – Chandraniv saha
Mixing & Mastering Engineer – Anindit Roy
Asst. Mix Engineer – Annreeju Ray
Mixing Studio – Aural Workstation

সে রোদের নিশানা, মেঘের সামিয়ানা

সে খোলা জানলার কাছে রেখেছে বিছানা

সে জুড়ে দিয়ে ডানা কবে উড়ে যাবে আকাশের গায়ে

সে জুড়ে দিয়ে ডানা কবে উড়ে যাবে আকাশের গায়ে

সে বৃষ্টির ছিটে, গোপন কালশিটে

সে দুপুরের প্রেম খোঁজে ম্যাটিনি টিকিটে

সে কাজলের কালো দিয়ে দিলওয়ালে দুলহান লে যায়

সে হবে জমকালো, সে জোনাকির আলো

সে মেঘমল্লার দিয়ে মোহনা ভাসালো

সে চাঁদের পাহাড় কেটে ঘড় বাঁধে তারায় তারায়

সে চাঁদের পাহাড় কেটে ঘড় বাঁধে তারায় তারায়

ক্লাস ছিল, মাঠ ছিল, ক্যান্টিনে হাট ছিল

স্মৃতির পকেট থেকে সে ক্ষণ লোপাট

ঠোঁটে অভিযান ছিল, দূরে অভিমান ছিল

সে ফুলের নাম খোঁজে আজও অভিধান (২ বার)

প্রতিমা ভাসালে এসে সিঁদুরের লালে

সে তৃতীয় চোখের খোঁজে চোখেই তাকালে

ইয়ে আঁখোহি আঁখো মে এক ইশারায় হৃদয় হারায়

সে আদরের মায়া, সে প্রেমেই বেহায়া

সে তাজমহলের গায়ে জোছনার ছায়া

সে প্যাডেলে প্যাডেলে রোজ চলে যাবে পাশের পাড়ায়

সে প্যাডেলে প্যাডেলে রোজ চলে যাবে পাশের পাড়ায়

সে বৃষ্টির ছিটে, গোপন কালশিটে

সে দুপুরের প্রেম খোঁজে ম্যাটিনি টিকিটে

সে কাজলের কালো দিয়ে দিলওয়ালে দুলহান লে যায়

ওওওও…

সে হবে জমকালো, সে জোনাকির আলো

সে মেঘমল্লার দিয়ে মোহনা ভাসালো

সে চাঁদের পাহাড় কেটে ঘড় বাঁধে তারায় তারায়

সে চাঁদের পাহাড় কেটে ঘড় বাঁধে তারায় তারায়

সে রোদের নিশানা, মেঘের সামিয়ানা

সে খোলা জানলার কাছে রেখেছে বিছানা

হুমম…হুমম…হুমম…

 

Se roder nishana, megher samiyana

Se khola janlar kache rekheche bichhana

Se jure diye dana kobe urey jabe akasher gaaye

Se jure diye dana kobe urey jabe akasher gaaye

Se brishtir chhite, gopon kalshitey

Se dupurer prem khonje matinee ticket a

Se kajoler kalo diye dilwale dulhaniya le jaye

Se hobe jomkalo, se jonakir aalo

Se megho mollar diye mohana vasalo

Se chander pahar kete ghawr bandhe taray taray

Se chander pahar kete ghor bandhe taray taray

Class chhilo, maath chhilo, canteen a haat chhilo

Smritir pocket theke se khon lopat

Thonte abhijan chhilo, durey obhiman chhilo

Se phool er naam khonje aajo ovidhan

Protima vase esey sindur er laal a

Se trityo chokher khonje chokhei takale

Yeah ankhon hi ankhon mein ek isharay hridoy haray

Se aadorer maya, se premei behaya

Se tajmahal er gaaye jochhonar chhaya

Se pedal a pedal a roj chole jabe pasher paray

মনের মানুষকে নিয়ে আমাদের কল্পনার সীমা নেই। আমরা নিজেদের মনের সব সুন্দর চিন্তাকে জুড়ে বানিয়ে ফেলি এক কল্পনার মনের মানুষকে। বাস্তবের মনের মানুষ সেই কল্পনার সঙ্গে কতটা মেলে? সৃজিত মুখার্জি পরিচালিত X= প্রেম সিনেমা থেকে শুনুন ধ্রুবজ্যোতি চক্রবর্তীর কথায় এবং সপ্তক সানাই দাসের সুরে, তাঁরই গাওয়া গান ‘রোদের নিশানা’।

Imagination has no limit. We imagine our love with the beautiful most thoughts of our mind. In real how much it matches? Listen to ‘Roder Nishana’ from Srijit Mukherji’s Film X=Prem.In Dhrubajyoti Chakraborty’s lyrics Saptak Sanai Das has composed this song & his precious voice too. Listen to this song only in SVF.

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *