রড বালি ইট সিমেন্ট দিয়ে | Rod Bali It Siment Diye Lyircs

রড বালি ইট সিমেন্ট দিয়ে | Rod Bali It Siment Diye Lyircs

 

রড বালি ইট সিমেন্ট দিয়ে

রড বালি ইট সিমেন্ট দিয়ে ঘর বানাইসো কারে
এই মানুষ মলে ঘরে রাখে না
উঠানে তাই দেয় ফেলে। ।
যেদিন তুমি মারা যাবে,
আতর গোলাপ মাখাইবে।।
তোমার সাদা কাপড় পরাইবে,
নিয়ে যাবে কবরে।
মাটি চাপা হলেই পরে
সবাই ফিরে আপন গৃহে।।
পাগল তেলা ভেবে বলে
রেখ আয়ব চরণে।

Rod Bali It Siment Diye Lyircs

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *