রড বালি ইট সিমেন্ট দিয়ে | Rod Bali It Siment Diye Lyircs
রড বালি ইট সিমেন্ট দিয়ে
রড বালি ইট সিমেন্ট দিয়ে ঘর বানাইসো কারে
এই মানুষ মলে ঘরে রাখে না
উঠানে তাই দেয় ফেলে। ।
যেদিন তুমি মারা যাবে,
আতর গোলাপ মাখাইবে।।
তোমার সাদা কাপড় পরাইবে,
নিয়ে যাবে কবরে।
মাটি চাপা হলেই পরে
সবাই ফিরে আপন গৃহে।।
পাগল তেলা ভেবে বলে
রেখ আয়ব চরণে।