রাত আসিলে তোমার কথা Lyrics
RAt Asile Tomar Kotha Lyrics
রাত আসিলে তোমার কথা Lyrics
রাত আসিলে তোমার কথা বেশি মনে পড়ে।।
আমার, যতই বেশি মনে পড়ে ততই আঁখি ঝরে।।
যখন আমি থাকি গো একা, হারানো সেই দিনের স্মৃতি দেয় গো দেখা।।
তখন নয়ন জলে ভাসে বুকটা, সয়না অন্তরে।।
কত নিশি ছিলাম গো দুজন, আজ তুমি কোথায় আমি কোথায়, মনে যখন হয়।।
তখন, নয়ন জলে ভাসে নয়ন, হৃদয় যায় ছিড়ে।।
মনের দুঃখ প্রকাশ করি না, আমার এ মাটির ভান্ডে আর তো কুলায় না।।
আমার এই কান্নার কি, শেষ হবে না, কয় লতিফ সরকারে।