রাগ অনুরাগ বাঁধা আছে Lyrics | Rag Anurag Bandha Ache Lyrics

রাগ অনুরাগ বাঁধা আছে Lyrics

Rag Anurag Bandha Ache Lyrics

রাগ অনুরাগ বাঁধা আছে Lyrics

রাগ অনুরাগ বাঁধা আছে যার
সোনার মানুষ উজ্জ্বল হৃদকমলে।
বেদ-পুরাণ আদি রাগের অনুবাদি
নব অনুরাগী তা দেয় রে ফেলে।।

অনুরাগের মন যেদিকে ফিরায়
পূর্ণচন্দ্র রূপ ঝলক দেখতে পায়
ক্ষণেক হাসে মন, ক্ষণেক সচেতন
ক্ষণেক ব্রহ্মাণ্ডের পর যায় রে চলে।।

অনুরাগের মন করে একান্ত
মনিহারা রূপ ফণীর মত
দেখলে তাহার মুখ, হৃদয়ে বাড়ে সুখ
পরশিলে অঙ্গ প্রেম উজ্জ্বলে।।

অনুরাগের যে সদাই করে আশা
অনুরাগে হয় তার দশম দশা
লালন ফকির কয় অনুরাগ যার নাই
কার্য সিদ্ধ হয় তার কোনকালে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *