রাধা নামের সাদা বাঁশি বাজায়
Radha Namer Sada Banshi Bajay
কথা: গৌতম ঘোষ
কণ্ঠ: নান্টু কাহার
রাধা নামের সাদা বাঁশি বাজায়
[শোন রে তোরা শোন
রাধা নামের সাদা বাঁশি বাজে বৃন্দাবন]-২
রাধা নামের কী মহিমা!
রসিক ছাড়া কেউ জানে না রে
রাধা নামের কী মহিমা!
রসিক বিনা কেউ জানে না রে
ও তুই ডুবে থাক মন এই না রসে
ধন্য হবে এ জনম।
রাধা নামের সাদা বাঁশি বাজে বৃন্দাবন
শোন রে তোরা শোন
রাধা নামের সাদা বাঁশি বাজে বৃন্দাবন।
ও সে নিধুবন ঠাম রাধা-কৃষ্ণের নিত্য লীলা
আজও বিদ্যমান।
ও সে বৃন্দাবন ঠাম রাধা-কৃষ্ণের নিত্য লীলা
আজও বিদ্যমান।
[(সেই) নামের সুধা পানের আশে]-২
যমুনার জল বয় উজান
রাধা নামের সাদা বাঁশি বাজে বৃন্দাবন
শোন রে তোরা শোন
রাধা নামের সাদা বাঁশি বাজে বৃন্দাবন।
গৌতম বলে ওরে অবুঝ মন,
সময় থাকতে করো শ্রীগুরুর সাধন।
গৌতম বলে ওরে অবুঝ মন,
সময় থাকতে করো সাধন শ্রীগুরুর চরণ।
ও তোর গুরুর কৃপা হলে পরে
গুরুকৃপা হলে পরে
দেখবি রে যুগলমিলন
রাধা নামের সাদা বাঁশি বাজে বৃন্দাবন
শোন রে তোরা শোন
রাধা নামের সাদা বাঁশি বাজে বৃন্দাবন।
রাধা নামের কী মহিমা!
রসিক বিনা কেউ জানে নারে
ও তুই ডুবে থাক মন এই না রসে
ডুবে থাক মন এই না রসে
ধন্য হবে এ জনম।
রাধা নামের সাদা বাঁশি বাজে বৃন্দাবন
[শোন রে তোরা শোন
রাধা নামের সাদা বাঁশি বাজে বৃন্দাবন]-৩