Raag Komle Phone Koris Lyrics | Abanti Sithi | Mezba Bappy | রাগ কমলে ফোন করিস লিরিক্স

Song : Raag komle phone
রাগ কমলে ফোন করিস 
Lyrics : Pijush Das
Tune : Pijush Das
Music arrangement : Sajid Sarkar 
Singer : Abanti Sithi & Mezba Bappy
Illustrated picture : Tasmia Sanjana Swarna
Video edit : Abanti Sithi

রাগ কমলে ফোন করিস 

আমি রাত জেগে বসে তোর অপেক্ষায়

তুই কেন যে এমন করিস 

ফোন করবো না আমি রেগে আছি বেজায় 

কথা জমলে ফোন করিস 

আমি তারা গুনে লিখে রাখি মেঘের গায়

বল কেন এত ভুল করিস 

আমি গলছিনা কিছুতেই তোর কথায় 

তুই এত সহজে শুধরে যাবি না জানি 

তাই হতেই হয় আমাকে অভিমানী 

তোর ফোন না এলে ঘুম নামে না দুচোখে

তাই তখন থেকে বলেই চলেছি তোকে

রাগ কমলে ফোন করিস 

কমবে না কমবে না রাগ 

কমবেনা কমবেনা রাগ 

করবোনা করবোনা ফোন 

মনটা নরম করে 

একবার ফোন করে কথা বলে নে না 

প্লিজ কেউ কি এমন করে 

এত ভালবাসি তবু তোর মনে জাগে না সোহাগ

এত বোকা ছেলে তুই 

আমাকেই খুঁজলি না 

অভিমানে প্রেম থাকে এইটুকও বুঝলি না  

ভালোবাসি যাকে তার উপরেই করা যায় রাগ

রাগ কমলে ফোন করিস 

তোকে গান গেয়ে গেয়ে ঘুম পাড়াবো

কাল সন্ধ্যেয় দেখা করিস

তোর প্রিয় ফুল হাতে নিয়ে দাঁড়াবো

এত ভয় পেয়ে ভুল করিস 

তোকে একলা ফেলে কি আমি পালাবো 

তুই কেন যে এমন করিস 

রাগ কমে গেলে ঠিক তোকে জানাবো 

তুই এত সহজে শুধরে যাবি না জানি 

তাই হতেই হয় আমাকে অভিমানী 

তোর ফোন না এলে ঘুম নামে না দুচোখে

তাই তখন থেকে বলেই চলেছি তোকে 

রাগ কমলে ফোন করিস 

কমবেনা কমবেনা রাগ 

কমবেনা কমবেনা রাগ 

করবোনা করবোনা ফোন

রাগ কমলে ফোন করিস 

Check Also

a logo for keylyrics.com

হায়রে মানুষ রঙিন ফানুস Lyrics | Hay Re Manush Rangin Fanush Lyrics

হায়রে মানুষ রঙিন ফানুস Lyrics Hay Re Manush Rangin Fanush Lyrics হায়রে মানুষ রঙিন ফানুসHay …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *