Priya Torongo Bhongima Dekhai Lyircs | প্রিয়া তরঙ্গ ভঙ্গিমা দেখাই আমায়

Priya Torongo Bhongima Dekhai Lyircs
প্রিয়া তরঙ্গ ভঙ্গিমা দেখাই আমায়

Priya Torongo Bhongima Dekhai Lyircs

প্রিয়া তরঙ্গ ভঙ্গিমা দেখাই আমায়
মনধন হরিনিল করি কি উপায়।
নয়ন ঠারিয়ে মধুর হাসিয়ে
প্রেম তীর ছেদিল মম কলিজায়।
জাতি কুল ডুবি গেল ইষ্টামিত্র বৈরি হৈল
মোরে পাগল বানাইল হল একি দায়।
আপন স্বাধীন ছিলাম সম্মানি কুলিনী ছিলাম
নয়ন ঠারে ঘরের বাহির করিল আমায়।
পূণির্মা বসন্ত ঋতুতে বাগানতে বেড়াইতে
দ্বিগুন জ্বালা বাড়াইল যমুনার হাওয়ায়।
কুকিলের কুহু শব্দ শুনি হৈলাম মন স্তব্দ
জ্ঞান বুদ্ধি যত ছিল সব হরি যায়।
আকাশ পাতাল জলে জলে জম্পা দিল জ্বলে
মকবুল সে কোথায় মিলে বলে দে আমায়।
মাইজভান্ডারের পাগল মনও শৃঘ্রী চলে যাও এখনও
নান রঙ্গে প্রেম নিধি খেলয়ে সেথায়।
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *