জনপ্রিয় ইসলামিক গান সংগ্রহ | Popular Islamic Song Lyrics

জনপ্রিয় ইসলামিক গান সংগ্রহ | Popular Islamic Song Lyrics

  1. দেশে বিদ্যুৎ নাই, পানি নাই
  2. ভোর হয়নি, আজ হলো না
  3. মারহাবা করতালি কিছু চাই না
  4. কোন সাহসে চাও নেভাতে অগ্নিগিরি বলো
  5. বেরিয়েছে যে কাফেলা
  6. আমি আর নেই এই মিছিলে
  7. কতদিন দেহিনা মায়ের মুখ
  8. আম্মা বলেন ঘর ছেড়ে তুই
  9. সামাল সামাল সামাল হে সামাল সামাল সামাল
  10. শত শত মালেক ঐ আসছে
  11. এত শহীদ রক্ত ঢালে
  12. আমাদের কথা গুলোকে এমনি করে বহুদিন

 

জনপ্রিয় ইসলামিক গান সংগ্রহ


০১. 


দেশে বিদ্যুৎ নাই, পানি নাই,
মশার কামড়ে মরি হায় হায়;
তার উপরে ট্রানজিট, আগ্রাসী ইংগিত,
দেশ বিকানোর খেল শুরু হল ভাই।।
হায় হায় হায়, দ্যাখরে সবাই
বাংলার সীমানা মুছে দিতে চায়।।

আমার দেশের উৎপাদন নাই,
আয় উন্নতি নাই,
একেক করে মিল-ফ্যাক্টরি
বন্ধ হইয়া যায়।
বাজাজ-টাটার মোটর গাড়ি,
ভারতীয় লুঙ্গি-শাড়ি,
স্বাধীনভাবে সারা দেশে হইয়াছে বোঝাই।।

হায় হায় হায়, দ্যাখরে সবাইবাং
লার সীমানা মুছে দিতে চায়।।

কয়লা ধুলেও যায়না ময়লা,
জানেন তো সবাই
পিতল কি হয় খাঁটি সোনা,
বলুন দেখি ভাই।
আবেদন নিবেদন করে,
পার পেতে চায় ছ্যাঁচড়া চোরে
আরেকটি বার ক্ষমা চেয়ে
বারোটা বাজায়।
হায় হায় হায়, দ্যাখরে সবাই
বাংলার সীমানা মুছে দিতে চায়।।



০২


আবুল কাশেম


ভোর হয়নি, আজ হলো না

ভোর হয়নি, আজ হলো না,
কাল হবে কি না, তাও জানা নেই।
পরশু ভোর ঠিক আসবেই,
এ আশাবাদ তুমি ভুলো না ।

এ সময়ের মুখ চেনা থাক,
আজ এখানে এতো পরাজয়
দ্বিধা সংশয়ে কাটে দিন রাত,
ঘিরে রেখেছে অমূলকভয়।
তুমি চাইলে, বাঁধা টুটবে
পথে নামলে সাথী মিলবেই

শুধু কখনো ভুল প্রলোভনে প্রতারক
পায়ে ফিরে যেও না।
মনে করো সেই মহা ইতিহাস
যারা চিনেছিল কালো রাত্রিবুকে
সাহসে দাউ দাউ শিখা
নিয়ে হেটে গেছে আলোর যাত্রী।
এই পৃথিবী অবাক তাকিয়ে
মমতার বাহু দিলো বাড়িয়ে।
লেখা হলো না স্বর্ণাক্ষরে,
ওরা মানবিক জীবন উপমা।



০৩


মারহাবা করতালি কিছু চাই না,
আমি চাই শিশুদের পড়ালেখা বিনে
জীবন যেন কাটে না,
আমি চাই দুঃখীদের খাদ্য বসন বিনে
জীবন যেন কাটে না।

আমার মত হাজার শিশু
পেটের দায়ে কাজের পিছু
ছুটছে অবিরাম, নেই কোন বিশ্রাম
দেখেও তা কেউ দ্যাখে না (ঐ)

আদর করে আশার বাণী
কেউ শুনায়না একটু খানি।
চোখের কান্নায় বুক ভেসে যায়
দেখেও তা কেউ দ্যাখেনা (ঐ)

জিহাদের ডাক এসেছে চল, চলরে বীর
জিহাদের ডাক এসেছে চল, চলরে বীর,
জিহাদের ডাক এসেছে চল।

যেখানে শ্যামল ছায়ার নেই কোন আশ্রয়,
সেখানে ফিনকি দিয়ে রক্ত বেরোয়
বেরুক,তবু মোরা শমশের হাতে
চলব ছুটে থাকব অটল।।

জীবনের কল্পনাতে মেখে নাও রক্তেরই রঙ,
আহত স্বপ্ন দেখাই আমাদের নয়ত জীবন।
প্রতিবাদ প্রতিরোধের দুর্গ গড়
ক্ষিপ্ত শ্লোগানের উত্তাল (ঐ)

দামামা, শুনি দামামা, কেন আঁধার তিমির কাটে না
চল কদমে কদমে এগিয়ে সামনে আবেগে হৃদয় ভরেনা।।

শপথের হাতটি তোল মমতার বাঁধন খুলে,
নয়নের জলে রাখো জিহাদের শিখা জ্বেলে।
দুর্জয় দুর্গম পথ মাড়িয়ে চল
জাগো হাজার বীর সেনা দল (ঐ)

কথা ও সুরঃ লিটন হাফিজ



 ০৪



কোন সাহসে চাও নেভাতে অগ্নিগিরি বলো
কোন সাহসে চাও নেভাতে অগ্নিগিরি বলো,
চোখ রাঙ্গিয়ে যায় কি রোখা জোয়ার টলোমলো!

বৈশাখী ঝড় পাগল পারা বাধন হারা
ভ্রূক্ষেপহীন আগল ভাঙ্গা রুদ্র রাঙ্গা ।
চলার ধাঁধায় বাঁধায় বাঁধায়
তারপরে সে ঝঞ্ঝা হলো ।

মৃত্যুকে যে কঠিন হৃদয় করল বিজয়
অমর হবার হাতছানি পায়, হাতছানি দেয় !
তারে আবার ভয় দেখাবারসুযোগ কোথায় তুমি বলো ।



০৫


মতিউর রহমান মল্লিক


বেরিয়েছে যে কাফেলা

বেরিয়েছে যে কাফেলা
ফিরবেনা সে কোন দিন
হয়তো বিজয় হবে
নয়তো তার ফিরবে কফিন।

রাতের ঐ নিরবতা ভেঙ্গে
নিয়ে শাহাদাতের তামান্না,
কন্টকময় পথ পাড়ি দেবে
ঝরাবেনা হৃদয়ের কান্না।।
শত বাধা ভয় মাড়িয়ে দিয়ে
বিজয়ের আনবে সুদিন(ঐ)

দুর্গম গিড়ি পথ পেরিয়ে যাবে
জ্বালিয়ে দিয়ে ঈমানের নূর,
কন্ঠে তার ঝরবে দিবা নিশি
সুমধুর আল কোরানের সুর।।
ব্যাস্ত সে থাকবে সারাটি ক্ষন
বিজয়ী করতে মিশন(ঐ)



 ০৬


আমি আর নেই এই মিছিলে

আমি আর নেই এই মিছিলে
ভাবতেই বন্ধু বুক ভেঙ্গে যায়
বুক ভেঙ্গে যায়, প্রাণ ভেঙ্গে যায়
জীবনের সকল – সুখ ভেঙ্গে যায়

ঈমানের এ মিছিলে আসবো আবার
জেহাদের এ জোয়ারে ভাসবো আবার
এখানে যে প্রীতি ছিল
সোনা সোনা স্মৃতি ছিল
আমার যে শেষ স্মৃতি টুক ভেঙ্গে যায়

মনে রেখো এ মিছিলে আমিও ছিলাম
ছিলাম যে তোমাদেরই, কাছে কাছে
তাঁর কথা ভুলে গেছো, আজ সকলে
তোমাদের কথা তবু, মনে আছে

একা একা পড়ে রবো ধুধু আঁধারে
আর কেউ খুজবেনা কভু আমারে
এখানে যে প্রীতি ছিল
সুখ ছিল স্মৃতি ছিল
আমার যে সেই স্মৃতি, টুক ভেঙ্গে যায়



০৭


কতদিন দেহিনা মায়ের মুখ
কতদিন দেহিনা মায়ের মুখ
হুনিনা সেই কোকিল নামের কালা পাহির গান
হায়রে পরান, হায়রে পরান।।

হায়রে আমার গাঁয়ের বাড়ি
সারি সারি গরুর গাড়ি
মরা নদীর চর।
দীঘির জলে হাসের খেলা
ঘরের চালে দুপুর বেলা
রঙ্গিলা কইতর।।
উঠানে চরাইনা সোনার ধান
হায়রে পরান, হায়রে পরান ।
কতদিন ধরিনা ডোবায় মাছ
করিনা সেই মরা নদীর মিঠা পানি পান
হায়রে পরান, হায়রে পরান ।

হায়রে আমার রখাল হিয়া
কাজলা গরুর গোসল দিয়া
মাঠে নিয়া যায়।
বিহাল বেলা বাঁশের বনে
ঝিকিমিকি রইদের সনে
মন মিলাইতে চায়।।
ভুলিতে পারেনা মাটির টান
হায়রে পরান, হায়রে পরান।
কতদিন রাহিনা চানের খোজ
দেহিনা সেই তারার চোখে মিছা অভিমান
হায়রে পরান, হায়রে পরান।



০৮


সাইফুল্লাহ মানছুর


আম্মা বলেন ঘর ছেড়ে তুই
যাসনে ছেলে আর
আমি বলি খোদার পথেই
হোক এ জীবন পার।

নিজের জন্যে করলিনা তুই কিছু
আল্লাহ্‌ জানেন ঘুরিস কাদের পিছু!
কিযে করিস কথায় থাকিস বুঝিনে কারবার,
আমি বলি খোদার পথেই
হোক এ জীবন পার।

যে পথ ধরে চলতে বলেন আল্লাহ্‌ কাদের গনী
আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি!?

আল কোরানের আহ্বানেও মা
ঘর ছেড়ে কি বাহির হবনা?!
চোখ মুছে মা চুপ করে যান
ফুরায় কথা তাঁর
একটু পরে কেঁদে বলেন হে খোদা নাও ভার



০৯


সামাল সামাল সামাল হে সামাল সামাল সামাল
সামাল সামাল সামাল হে সামাল সামাল সামাল
সামাল সামাল সামাল হে সামাল সামাল সামাল
সামাল সামাল আসছে ওরে দামাল ছেলের দল
বজ্র নিনাদ হুংকারে বাজে বিজয় দমকারে
রুখতে পারে এমন কে রে যৌবনেরই ঢল
সামাল সামাল আসছে ওরে দামাল ছেলের দল

স্বপ্ন যাদের স্বর্ণ যুগের সমাজ রাশেদার
মায়ের সোহাগ আদর তারে বাঁধতে পারে আর ???তাদের বইছে শিরায় হামজা আলীর রক্ত কলকল
বইছে শিরায় হামজা আলীর রক্ত কলকল
মনের বীণায় আর বাজে না নেই যে প্রাণের তার
কুটিল থাবায় গান থেমেছে মৃত্যু হাহাকার
আজ আঘাত হেনে জীবন বীণায় ছন্দ বাধি চল

আঘাত হেনে জীবন বীণায় ছন্দ বাধি চল
মুখের জরায় জীবন তরী ধুঁকছে বারে বার
ঘরের “কোণে মুখ লুকিয়ে রইবি কত আর
আজ প্রানের গাঙে বান ডেকেছে পাল উড়াবি চল
প্রানের গাঙে বান ডেকেছে পাল উড়াবি চল।



১০


শত শত মালেক ঐ আসছে
শত শত সাব্বির হাসছে
শত শত শহীদের বিপ্লবী সাথীরা
নতুন এক স্বপ্নে ভাসছে
দৃপ্ত পদভারে হাঁটছে।

চোখে-মুখে জিহাদের উল্লাস
বুকে বুকে শপথের উচ্ছ্বাস
বাজী রেখে জীবনের মূল্য
হাতে হাত কাঁধে কাঁধ
হাতে হাত কাঁধে কাঁধ রাখছে
শত শত শহীদের বিপ্লবী সাথীরা
নতুন এক স্বপ্নে ভাসছে
দৃপ্ত পদভারে হাঁটছে
যারা শুধু ভালবাসে
কোরানের বিপ্লবী কাজকে
তারা দেখো ধীরে ধীরে
মিলনের মোহনায় আজকে
প্রাণে প্রাণে সাহসের সম্ভার
পিষে চলে বাঁধা, ভয়, ঝঞ্ঝাট
আলোকিত পৃথিবীর জন্য
আঁধারের বুনিয়াদ
আঁধারের বুনিয়াদ ভাঙছে
শত শত শহীদের বিপ্লবী সাথীরা
নতুন এক স্বপ্নে ভাসছে
দৃপ্ত পদভারে হাঁটছে
শত শত মালেক ঐ আসছে।



 ১১


এত শহীদ রক্ত ঢালে
তবু কেন তোমার বিবেক কথা বলে না?
এত চোখের অশ্রু ঝরে
তবু কেন তোমার পাষাণ হৃদয় গলে না?

এত জুলুম চতুর্দিকে
থাবা ফেলে প্রতিদিন
মজলুমানের লগ্ন ফুরায়
শোক বিহবল স্বপ্নহীন
এই আশায় কালবেলাতে
তবু কেন তোমার ঈমান
দ্বিগুন জ্বলে না?

কোন ভয়ানক ঘুমের ঘোরে
তোমার সময় কাটছে আজ
অথচ হায় হাজার দুশমন
আঙ্গিনাতে হাটছে আজ

শান্তিপ্রিয় মানুষ যখন
স্বস্তিহারা শংকাকুল
তখনো কি দৃষ্টি তোমার
অন্ধকারে বদ্ধমুল?
তখনো কি আলোর দিকে
দুঃসাহসে তোমার দীপ্ত
কদম চলে না?



১২


মতিউর রহমান মল্লিক


আমাদের কথা গুলোকে এমনি করে বহুদিন

আমাদের কথা গুলোকে এমনি করে বহুদিন
মুছে দিতে ওরা কেউ পারেনি।
সত্যের কথা মোরা বলেই যাবো
বাধার পাহাড় যত মাড়িয়ে

মিছিলে মিছিলে প্রতিবাদ প্রতিরোধ
চালিয়ে যাবোই আনিবার
মানিনি মানিনি মানবো না কোনোদিন
স্বৈরাচারীরঅবিচার ।

এইতোসেদিন কলিজার খুনে রঞ্জিত হল কাফেলা।গ্রেনেডের আঘাতে উড়ে গেল
কত প্রান কত চোখ কত স্বপ্ন,
বুলুটের আঘাতে চলে গেল
কত মন কতপ্রান কত রত্ন।
কোরানের কথা মোরা চৌদিকে দশদিকে
বলছি আরো বলব
বাতিলের সাথে সংঘর্ষ রাজপথে
করছি আরো করব।
এইজমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে না যত দিন।

 

Popular Islamic Song Lyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *