পিরিতি বিষের কাঁটা Lyrics | Piriti Bisher Kata Lyrics

পিরিতি বিষের কাঁটা Lyrics | Piriti Bisher Kata Lyrics

পিরিতি বিষের কাঁটা
Piriti Bisher Kata
গীতিকার: কামরুজ্জামান কাজল
সুরকার: প্রণব ঘোষ
শিল্পী: আঁখি আলমগীর

 

পিরিতি বিষের কাঁটা Lyrics


ওরে পিরিতি বিষের কাঁটা
বিঁধল আমার পায়
বিষের জ্বালা ধরায় আগুন
আমার সারা গায়
বুকটা পুড়ে খাঁ খাঁ করে
প্রাণটা বুঝি যায়।
ও তার জ্বালায় বেঁচে থাকা দায়,
ওঝার দেখা পাওয়া দায়।।
ভালবাসার বাঁকা পথে,
চলতে পারিনা,
নিন্দা কাঁটায় জড়ায় আঁচল,
খুলতে পারিনা ও।।
ও সে কাঁটা শুধু রক্ত ঝড়ায়
আমার সারা গায়।
ও তার জ্বালায় বেঁচে থাকা দায়,
ওঝার দেখা পাওয়া দায়।।
মনের কথা আজো তারে,
বলতে পারিনা,
বুকটা জুড়ে বসত তবু,
ধরতে পারিনা ও।
ও সে চুপিসারে বাঁধল বাসা
মনের আঙিনায়।
ও তার জ্বালায় বেঁচে থাকা দায়,
ওঝার দেখা পাওয়া দায়।।
ওরে পিরিতি বিষের কাঁটা
বিঁধল আমার পায়
বিষের জ্বালা ধরায় আগুন
আমার সারা গায়
বুকটা পুড়ে খাঁ খাঁ করে
প্রাণটা বুঝি যায়।
ও তার জ্বালায় বেঁচে থাকা দায়,
ওঝার দেখা পাওয়া দায়।।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *