Phire Eso Ei Ontore Lyrics | ফিরে এসো এই অন্তরে

Phire Eso Ei Ontore Lyrics
ফিরে এসো এই অন্তরে

Phire Eso Ei Ontore Lyrics

ফিরে এসো এই অন্তরে
ফিরে এসো এই অন্তরে
তুলনাহীনা বান্ধবী
যেও নাকো তুমি ঐ দূরে
ব্যথা জাগে এই মন জুড়ে
হতে চাই গিয়ে তোমার গীতি কবি
মৌসুমী কারে ভালোবাস তুমি
মৌসুমী বল কারে খোঁজ তুমি
মৌসুমী আছি একা এই আমি
ভুলে অভিমান হও সঙ্গীনি।
তুমি আছ প্রান স্পন্দনে
তুমি আছ হাসি ক্রন্দনে
অপরাজিতা নন্দিনী
চেয়ে দেখ তুমি ঐ চোখে
তুমি আছ সুখ আর দুঃখে
এঁকে যাই শুধু তোমার মুখছবি।
মৌসুমী কারে ভালোবাস তুমি
মৌসুমী বল কারে খোঁজ তুমি
মৌসুমী আছি একা এই আমি
ভূলে অভিমান হও সঙ্গীনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *