পান খাইয়া ঠোঁট লাল করিলাম Lyrics | Pan khaiya Thot Lal Korilam Lyrics

পান খাইয়া ঠোঁট লাল করিলাম Lyrics | Pan khaiya Thot Lal Korilam Lyrics

পান খাইয়া ঠোঁট লাল করিলাম
Pan khaiya Thot Lal Korilam
তাল: দাদরা
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
সুরকার: সুবল দাস
কণ্ঠ: রুনা লায়লা

 

 

পান খাইয়া ঠোঁট লাল করিলাম Lyrics


[পান খাইয়া ঠোঁট লাল করিলাম,
বন্ধু ভাগ্য হইলো না (হো)]-২
কাজল দিয়া চোখ ভরিলাম,
লক্ষ্মী কেউ কইল না হা হা
পান খাইয়া ঠোঁট লাল করিলাম
বন্ধু ভাগ্য হইলো না।
[উঠ ছেরি তোর বিয়া বলে,
ঘটক বাড়ি আইলো না।
কপালের গাঙ বাঁকা বলে,
মাঝি তরী বাইলো না (আরে)]-২
[দাদির দিনের খাড়ু পরে (আরে)]-২
বইসা থাকি একলা ঘরে
বিড়ালের ওই কান্না শুনে,
শিকা তো আর ছিঁড়লো না
পান খাইয়া ঠোঁট লাল করিলাম
বন্ধু ভাগ্য হইলো না।
কাজল দিয়া চোখ ভরিলাম
লক্ষ্মী কেউ কইলো না হা হা
পান খাইয়া ঠোঁট লাল করিলাম
বন্ধু ভাগ্য হইলো না হা হা হা।
[জিন পরীদের আছর আছে,
এমন কথা শুনি রোজ
তাবিজ কবচ কতই নিলাম,
তবুও তো কেউ নেয় না খোঁজ (হায় রে!)]-২
[মরছি শুধু জ্বলে পুড়ে (হায় রে!)]-২
পালিয়ে যেতে ইচ্ছে করে
ভাবের ঘুড়ি লাটাই ছিঁড়ে
আকাশে আর উড়লো না
[পান খাইয়া ঠোঁট লাল করিলাম
বন্ধু ভাগ্য হইলো না (হো)]-২
কাজল দিয়া চোখ ভরিলাম
লক্ষ্মী কেউ কইলো না (ওহো হো)
পান খাইয়া ঠোঁট লাল করিলাম
[বন্ধু ভাগ্য হইলো না (হায়রে)]-৪

 

Pan khaiya Thot Lal Korilam Lyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *