Pagol Hoiya Bondhu Pagol Banaile Lyrics
পাগল হইয়া বন্ধু পাগল বানাইলে
Pagol Hoiya Bondhu Pagol Banaile Lyrics
পাগল হইয়া বন্ধু পাগল বানাইলে
দিয়ে মুখের হাসি আগে ভালবাসি
যত দোষের দোষী তুই আমায় বানাইলে।।
আগে না জানি, করবে কলঙ্কিনী,
অন্নাথিনী করে তুই যাবে ফেলে।
কথায় না ভূলিতাম,সুখে থাকিতাম
জীবন যৌবন মোর দিতামনা ঢেলে।।
শুনিয়ে বাঁশরী,ছেড়ে ঘরও বাড়ি,ভিখারী সাজিলাম ছিল কপালে।
কার কাছে যাবো দঃখু কারেবা জানাবো
যত দুঃখের আগুন মোর হৃদয়ে জলে।।
না দেখিলে চান্দমুখ ফেটে যায় আমার বুক
সুখেতে কত দুঃখ তুই বাড়াইলে।
কামাল উদ্দিন কয় যদি তোমার মনে লয়
দেখিয়া যাইও তুমি মরণও কালে।।