ওরা নিজের মাকে মা বলে না Lyrics | Ora Nijer Maake Maa Bole Na Lyrics

a logo for keylyrics.com
ওরা নিজের মাকে মা বলে না Lyrics
Ora Nijer Maake Maa Bole Na Lyrics
ওরা নিজের মাকে মা বলেনা
Ora Nijer Maake Maa Bole Na
এ্যালবাম: ওরে দয়াল
কথা: নিত্যদাস বাউল
সুর: সত্য রঞ্জন মন্ডল
শিল্পী: সত্য রঞ্জন মন্ডল
hostinger-affiliate-banner

ওরা নিজের মাকে মা বলে না Lyrics

ওরে ও ও ও
[ওরা নিজের মাকে মা বলেনা]-২
ওরে শাশুড়ি হয় আম্মাজান
[বাবা হলো তালই মশাই
শ্বশুর মশাই বাপজান]-২
[ওরা নিজের মাকে মা বলেনা]-২
শাশুড়ি হয় আম্মাজান
[বাবা হলো তালই মশাই
শ্বশুর মশাই বাপজান]-২
বোনের পেটে ভাত জোটেনা
আজব কথা ভাই
শালী নিয়ে মিডনাইটে সিনেমাতে যায়
[ওরে শালী হলো গলার মালা]-২
শালার বউ হয় জানের জান
[বাবা হলো তালই মশাই
শ্বশুর মশাই বাপজান]-২
নিজের ভাইকে কেউ চিনেনা
শালা আপন ভাই
আর বাবা-মাকে দেয়না খেতে
থাকে ঘর জামাই
ওরা থাকে ঘর জামাই।
ওরা বউয়ের কথায় উঠে বসে
ওরে ও ও ও ও
ওরা বউয়ের কথায় উঠে বসে
বউ যে পরাণের পরাণ
[বাবা হলো তালই মশাই
শ্বশুর মশাই বাপজান]-২
দুঃখের কথা বলবো কি আর ভাই !
কলির যুগে দাদাদের মিনতি জানাই।
বউয়ের কথায় নাচলে পরে
ওরে বউয়ের কথায় নাচলে পরে
হয়ে যাবি হারাধন।
[বাবা হলো তালই মশাই
শ্বশুর মশাই বাপজান]-২
[ওরা নিজের মাকে মা বলেনা]-২
শাশুড়ি হয় আম্মাজান
[বাবা হলো তালই মশাই
শ্বশুর মশাই বাপজান]-৪

Ora Nijer Maake Maa Bole Na Lyrics

Ore o o o

[Ora nijer make ma bolena]-2

Ore shashuri hoy ammajan

[Baba holo taloi moshai

Shwoshur moshai bapjan]-2

[Ora nijer make ma bolena]-2

Shashuri hoy ammajan

[Baba holo taloi moshai

Shwoshur moshai bapjan]-2

Boner pete bhat jotena

Ajob kotha bhai

Shali niye midnaite sinemate jay

[Ore shali holo golar mala]-2

Shalar bou hoy janer jan

[Baba holo taloi moshai

Shwoshur moshai bapjan]-2

Nijer bhaike keu chinena

Shala apon bhai

Ar baba-make deyna khete

Thake ghor jamai

Ora thake ghor jamai.

Ora bouyer kothay uthe boshe

Ore o o o o

Ora bouyer kothay uthe boshe

Bou je poraner poran

[Baba holo taloi moshai

Shwoshur moshai bapjan]-2

Dukkher kotha bolbo ki ar bhai!

Kolir juge dadader minoti janai.

Bouyer kothay nachle pore

Ore bouyer kothay nachle pore

Hoye jabi haradhon.

[Baba holo taloi moshai

Shwoshur moshai bapjan]-2

[Ora nijer make ma bolena]-2

Shashuri hoy ammajan

[Baba holo taloi moshai

Shwoshur moshai bapjan]-4

 

 

 

গানের মৌলিক তথ্য (Song’s Basic Information)

  • গানের নাম (Song Title): ওরা নিজের মাকে মা বলে না (Ora Nijer Maake Maa Bole Na)
  • শিল্পী (Artist): সত্য রঞ্জন মন্ডল (Satya Ranjan Mondal)
  • অ্যালবাম (Album): ওরে দয়াল (Ore Doyal)
  • গীতিকার (Lyricist): নিত্যদাস বাউল (Nityadas Baul)
  • সুরকার (Music Composer): সত্য রঞ্জন মন্ডল (Satya Ranjan Mondal)
  • ধরণ (Genre): লোকগীতি / সমাজ সচেতনতামূলক গান (Folk Song / Social Awareness Song)

 

ওরা নিজের মাকে মা বলে না লিরিক্স (Ora Nijer Maake Maa Bole Na Lyrics) – সত্য রঞ্জন মন্ডল

“ওরা নিজের মাকে মা বলে না” গ্রাম-বাংলার অত্যন্ত জনপ্রিয় এবং সমাজ সচেতনতামূলক একটি লোকগান। শিল্পী সত্য রঞ্জন মন্ডলের দরদী কণ্ঠে গাওয়া এই গানটি বর্তমান সমাজের অবক্ষয়িত মূল্যবোধের এক করুণ ও বাস্তব চিত্র তুলে ধরে। গানের কথা লিখেছেন নিত্যদাস বাউল এবং সুর করেছেন শিল্পী নিজেই।

এই গানে সমাজের এক শ্রেণীর মানুষের ভণ্ডামির কঠোর সমালোচনা করা হয়েছে, যারা বিয়ের পর নিজের জন্মদাতা পিতা-মাতাকে অবহেলা করে শ্বশুরবাড়ির লোকজনকে আপন করে নেয়। নিজের মা-বাবাকে ঠিকমতো খেতে না দিলেও শ্বশুর-শাশুড়িকে ‘বাপজান’ ও ‘আম্মাজান’ বলে সম্বোধন করে। নিজের ভাইবোনের খোঁজ না নিলেও শ্যালক-শ্যালিকার সাথে ঘনিষ্ঠতা বাড়ায়।

গানটি শ্রোতাদের বিবেককে নাড়া দেয় এবং পিতা-মাতার প্রতি সন্তানের কর্তব্য স্মরণ করিয়ে দেয়। গ্রাম থেকে শহর—সব জায়গাতেই এই গানটির আবেদন সমানভাবে প্রাসঙ্গিক।

 

গানটি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর (FAQ about the Song)

প্রশ্ন: “ওরা নিজের মাকে মা বলে না” গানটির মূল শিল্পী কে? উত্তর: এই জনপ্রিয় লোকগানটির মূল শিল্পী হলেন সত্য রঞ্জন মন্ডল।

প্রশ্ন: গানটির গীতিকার ও সুরকার কে? উত্তর: গানটির কথা লিখেছেন নিত্যদাস বাউল এবং সুরারোপ করেছেন সত্য রঞ্জন মন্ডল।

প্রশ্ন: এই গানের মূল বিষয়বস্তু কী? উত্তর: গানের মূল বিষয় হলো—সমাজের কিছু মানুষ বিয়ের পর কীভাবে নিজের জন্মদাতা পিতা-মাতা ও ভাইবোনকে অবহেলা করে শ্বশুরবাড়ির লোকজনকে বেশি গুরুত্ব দেয়, সেই অকৃতজ্ঞ আচরণের সমালোচনা করা।

প্রশ্ন: “Ora Nijer Maake Maa Bole Na” গানের লিরিক্স বাংলা ও ইংরেজিতে কোথায় পাবো? উত্তর: এই পোস্টেই “ওরা নিজের মাকে মা বলে না” গানটির সম্পূর্ণ বাংলা লিরিক্স এবং ইংরেজি অক্ষরে (Roman script) লেখা লিরিক্স নির্ভুলভাবে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *