Ontore Ontore Dekho re Lyircs | অন্তরে অন্তরে দেখ রে

Ontore Ontore Dekho re Lyircs

অন্তরে অন্তরে দেখ রে

গীতিকার : রশিদ উদ্দিন
শিল্পী : খাদিজা ভাণ্ডারী

 

Ontore Ontore Dekho re Lyircs

অন্তরে অন্তরে দেখ রে মন চিন্তা করে ।
প্রভু সাঁই পরোয়ারে কি খেলা খেলায় ॥
বসিয়া নিরালা ঘরে, বসে বসে কার্য করে
বিচিত্র কৌশল করে মানুষ বানায় ।
ছিয়া, ছফেদ, লাল, জর্দা চাইর রঙ্গে করিয়া
কাঁদা বানাইয়া পরমসত্তা ভবেতে পাঠায় ॥
মানুষের ভিতর মানুষ, আত্মা দিয়া করেছে হুঁশ
কেউরে রাখিয়া সন্তোষ, কেউরে কাঁদায়।
প্রথম গড়ে নাভী কুণ্ড অধঃ পদে ঊর্ধ্বে মুণ্ড
তিনশ দশ দিন দশ দণ্ড রাইখা একজাগায় ॥
নাভী হইতে উর্দ্ধে সিনা, দেখতে তারে কি নমুনা
দুই দিগেতে দিছে টানা প্রেমের আরাধনায়
যেমন একটা রাজবাড়ি, থরে থরে কর্মচারী
তুলনা রাবণের পুরি করা নাহি যায় ॥
নাভির চারি আঙ্গুল নিচে, তিনটি কটরা আছে
তিনটি জিনিস ভরা আছে, তিনটি কটরায় ।
উপরে হাওয়া নিচে পানি, মাঝখানে আগুনের খনি
ক্ষমা নাই দিনরজনী তিনজনায় চালায় ॥
কলিজা রইয়াছে ডাইনে, বামে ফুসফুস সবাই জানে
দিল রয়েছে মধ্যখানে মানুষের দেহায় ॥
কলিজাতে শাহা আলী, ফুসফুসে রাগের থলি
দিলের ভিতর আক্কেল আলী গোদা নিরালায় ॥
গোর্দার ভিতর পাঁচটি কোঠা সুন্দর সুন্দর নকশাকাটা
পাঁচজনা অতিথি বেটা থাকে এক জায়গায় ৷
পাঁচ পাঁচা পঁচিশের গুণে, কাম চালাইতেছে রাত্রদিনে ।
তাঁরা পাঁচজন বইসা থাকে ঘরের কোনায় ॥
চার আত্মা একসঙ্গে মিশে, তাস খেলায় স্কুলের দেশে
একজন আছে কাছে বসে, হিসাব করবার দায়
ডাকিতেছে দমের ভিনতি, একশ হাজার ছয়শ গুনতি
কাবার করে কড়া ক্রান্তি চব্বিশ ঘণ্টায় ॥
কইতে গেলে এসব কাণ্ড, ফেটে যাবে হৃদপিণ্ড
ছেড়ে দিবে দেহভাণ্ড জোড়ায় জোড়ায় ।
ভেবে রশিদ উদ্দিন কয় ভাঙ্গেতে ব্রক্ষ্মাণ্ডে রয়
তালাশেতে পরিচয় করলেন সাধু রায় ॥

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *