Onekta Poth Hetechi Eksathe Lyrics | অনেকটা পথ হেটেছি একসাথে

Onekta Poth Hetechi Eksathe Lyrics
অনেকটা পথ হেটেছি একসাথে

Onekta Poth Hetechi Eksathe Lyrics

অনেকটা পথ হেটেছি একসাথে
কতগুলো ভোর দেখেছি পাশাপাশি
তারপর সব কিছু ফেলে দূরে সরে গিয়েছি
একটু একটু করে।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।
তারপর চিরচেনা নিজেদের
চিনতে পারি না কোনো ভাবেই
আমরা ভাবি সব আসবে ফিরে
পুরনো অনুভুতি পুরনো মানুষে।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।
হয়তো কারো দোষ নেই
হয়তো কিছুই করার নেই
অবসাদ জয় করেছে ভালোবাসা।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *