Onathero Nath Gora Lyrics | অনাথেরও নাথ গোরা Lyrics

Onathero Nath Gora Lyrics

অনাথেরও নাথ গোরা Lyrics

Song: Onathero Nath Gora (অনাথেরও নাথ গোরা)
Singer: Rajarshi Barman
Keyboards: Savvy
Guitars: Nilanjan Mukherjee
Drums: Avirup Das
Music Label: Asha Audio

Onathero Nath Gora Lyrics

 

তুই আমারে পাগল করলি রে
ওরে ও গোরা দয়া না করিলি
অনাথেরে দিস কূল আমারে ভাসাইলি রে
অনাথেরও নাথ গোরা রে।

গাছের যেমন শেকর-বাকর,
মাছের তেমন পানি,
দুধের যেমন সর ও ননী
তুমি তেমন আমার গো,
অনাথেরও নাথ গোরা রে

সর্প হইয়া দংশন করো,
ওঝা হইয়া ঝারো,
ঝারিলে বিষ নামাইতে পারো
যদি কৃপা করো রে,
অনাথেরও নাথ গোরা রে।


অনাথেরও নাথ গোরা Lyrics



পাগল করিলে গৌরারে
অনাথের নাথ গৌরারে
গাছের বল শিকড় বাকর রে
(গৌরা) মাছের বল পানি
(ওরে) দুগ্ধের বল সর ননী
আমার বল তুমি রে
পাগল করিলে গৌরারে
(গৌরা) দয়া না করিলে
(ওরে) অনাথেরে দিয়া কুল
সাগরে ভাসিলাম রে
সর্প হইয়া দংশণ কর রে
(গৌরা) ওঝা হইয়া ঝাড়ো
মরিলে জিয়াইতে পারো
তোমার দয়া হইলে রে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *