Oi Jhinuk Fota Sagor Belay Lyrics | ঐ ঝিনুক ফোটা সাগর বেলায়

Oi Jhinuk Fota Sagor Belay Lyrics
ঐ ঝিনুক ফোটা সাগর বেলায়

Oi Jhinuk Fota Sagor Belay Lyrics

ঐ ঝিনুক ফোটা সাগর বেলায়
আমার ইচ্ছে করে
আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায়
তোমার হাতটি ধরে।।
আকাশ থেকে ফেলবে ছায়া
মেঘের ভেসে যাওয়া
শোনবো দুজন কি বলে যায়
উদাস দখিন হাওয়া
দূরের ঐ গাংচিলেরা নামবে জলের পরে।।
আমার চোখে চোখটি ছুয়ে
বলবে কথা তুমি
পাখি ডানায় বৃষ্টি রেখে শুনবো নীরব আমি।
বুকের সব ইচ্ছে গুলো বাজবে নতুন সুরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *