Nodite Tufan Ele Kul Venge Jay Lyrics | নদীতে তুফান এলে কূল ভেঙ্গে যায়

নদীতে তুফান এলে কূল ভেঙ্গে যায়
Nodite Tufan Ele Kul Venge Jay
অ্যালবাম: তৃষ্ণা (১৯৯৩)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: জগজিৎ সিং
কণ্ঠ: জগজিৎ সিং

Nodite Tufan Ele Kul Venge Jay Lyrics

[নদীতে তুফান এলে কূল ভেঙ্গে যায়
সহজেই তাকে দেখা যায়,
মনেতে তুফান এলে বুক ভেঙ্গে যায়
দেখানোর নেই যে উপায়]-২
[ফুলেতে ফাগুন এলে
ফোটে সে আগুন জ্বেলে
ডালে ডালে পাতায় পাতায়]-২
মনেতে ফাগুন এলে মন জ্বলে যায়
দেখানোর নেই যে উপায়
নদীতে তুফান এলে কূল ভেঙ্গে যায়
সহজেই তাকে দেখা যায়,
মনেতে তুফান এলে বুক ভেঙ্গে যায়
দেখানোর নেই যে উপায়।
[আকাশে চাঁদনী আসে
আলোতে ভুবন ভাসে
দিকে দিকে সে আলো ছড়ায়]-২
মনেতে চাঁদনী এলে মন আলো পায়
দেখানোর নেই যে উপায়
[নদীতে তুফান এলে কূল ভেঙ্গে যায়
সহজেই তাকে দেখা যায়,
মনেতে তুফান এলে বুক ভেঙ্গে যায়
দেখানোর নেই যে উপায়]-২
দেখানোর নেই যে উপায়
দেখানোর নেই যে উপায়।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *