Nodir Jemon Jharna Ache Lyrics | নদীর যেমন ঝর্ণা আছে

Nodir Jemon Jharna Ache Lyrics
নদীর যেমন ঝর্ণা আছে
ছায়াছবি: ছুটির ফাঁদে
সুরকার: নচিকেতা ঘোষ
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
শিল্পী: আরতি মুখোপাধ্যায়

Nodir Jemon Jharna Ache Lyrics

নদীর যেমন ঝর্ণা আছে
ঝর্ণার নদী আছে
আমার আছ তুমি শুধু তুমি
বাঁশীর যেমন কৃষ্ণ আছে
কৃষ্ণের বাঁশী আছে
আমার আছ তুমি শুধু তুমি
যতই থাকো দূরে সরে
তোমায় দূরে থাকবো কেন
তোমার আমার মাঝে ওগো
আড়াল তুলে রাখবো কেন
সুখের যেমন দুঃখ আছে
দুঃখের মাঝেও সুখ যে আছে।।
তোমার মত অভিসারে
চির জনম চলবো আমি
সুরে সুরে গানে গানে
তোমার কথাই বলবো আমি
পথের যেমন পথিক আছে
পথিকের পথে যে আছে।।
আমার আছ তুমি শুধু তুমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *