ভজ নিতাই গৌর রাধে শ্যাম Lyrics | Nitai Gour Radhe Shyam Lyrics
ভজ নিতাই গৌর রাধে শ্যাম
Nitai Gour Radhe Shyam
কথা,সুর ও কণ্ঠ: সুচরিতা সাহা দাস
ভজ নিতাই গৌর রাধে শ্যাম Lyrics
[ভজ নিতাই গৌর রাধে শ্যাম
জপ হরে কৃষ্ণ হরে রাম]-২
[নিতাই ভজলে গৌর পাবে]-২
থাকবে মহানন্দে,হরিবোল
[ভজ নিতাই গৌর রাধে শ্যাম
জপ হরে কৃষ্ণ হরে রাম]-২
[নিতাই আমার উদ্ধারিল
গোলকেরই মহামন্ত্র]-২
[জীবের লাগি গৌর হরি]-২
মিলাই দিলো নাম দ্বারে দ্বারে,হরিবোল
ভজ নিতাই গৌর রাধে শ্যাম
জপ হরে কৃষ্ণ হরে রাম]-২
[জগাই মাধাই পাপী ছিলো
নামের গুণে উদ্ধারিল]-২
[দু’ হাত তুলে সবাই মিলে]-২
বলো নিতাই গৌর হরিবোল,হরিবোল
[ভজ নিতাই গৌর রাধে শ্যাম
জপ হরে কৃষ্ণ হরে রাম]-২
[নিতাই ভজলে গৌর পাবে]-২
থাকবে মহানন্দে,হরিবোল
[ভজ নিতাই গৌর রাধে শ্যাম
জপ হরে কৃষ্ণ হরে রাম]-২