নিভে গেল আশা দীপ Lyrics
Nibhe Gelo Asha Deep Lyrics
নিভে গেল আশা দীপ
Nibhe Gelo Asha Deep
ছায়াছবি: হিংসা (১৯৯৭)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সংগীত: মৃণাল বন্দ্যোপাধ্যায়
শিল্পী: কুমার সানু
নিভে গেল আশা দীপ Lyrics
নিভে গেল আশা দীপ
এলো না তো দিতে কেউ জ্বালিয়ে
একে একে সবি শেষ
আমি শুধু আজ একা দাঁড়িয়ে।
নিভে গেল আশা দীপ।
[কে যে কাকে ফাঁকি দিল জানি না
হার-জিত নিয়ে আর ভাবিনা]-২
শুধু মানি আমারি যে হলো হার
আমি একা সবকিছু হারিয়ে
নিভে গেল আশা দীপ
এলো না তো দিতে কেউ জ্বালিয়ে
একে একে সবি শেষ
আমি শুধু আজ একা দাঁড়িয়ে
নিভে গেল আশা দীপ।
[মনে পড়ে স্মৃতিগুলো বারে বার
বুকভরা রয়ে গেল হাহাকার]-২
জানি না তো কী যে হলো সহসা
ব্যথায় হৃদয় দিলো ভরিয়ে
নিভে গেল আশা দীপ
এলো না তো দিতে কেউ জ্বালিয়ে
একে একে সবি শেষ
আমি শুধু আজ একা দাঁড়িয়ে
নিভে গেল আশা দীপ।