নবমী নিশি গো তুমি Lyrics
Nabami Nishi Go Tumi Lyrics
নবমী নিশি গো
আগমনী গান
দুর্গা পূজার গান
নবমী নিশি গো তুমি Lyrics
নবমী নিশি গো তুমি
নবমী নিশি গো তুমি,
আর যেন পোহায়ও না।
দুখিনী মায়ের প্রাণে,
আর ব্যথা দিও না।
সপ্তমী আর অষ্টমীতে,
ছিলেম সুখে, দিনে-রাতে,
নবমীর নিশি পোহালে
উমা ঘরে রবে না।
নবমী নিশি গো তুমি,
আর যেন পোহায়ও না।
দুখিনী মায়ের প্রাণে,
আর ব্যথা দিও না।