নাম শকুন্তলা তার Lyrics | Naam Shakuntala Tar Lyrics

নাম শকুন্তলা তার Lyrics | Naam Shakuntala Tar Lyrics

নাম শকুন্তলা তার
Naam Shakuntala Tar
ছায়াছবি: শ্রীকান্তের উইল (১৯৭৯)
কথা ও সুর: সলিল চৌধুরী
কণ্ঠ: কে. জে. যেশুদাস
ও সবিতা চৌধুরী

নাম শকুন্তলা তার Lyrics


[নাম শকুন্তলা তার যেন,বৃন্তচ্যুত ফুলভার]-২
ছন্দময়ী যেন তটিনী বনহরিণী
সে আমার,সে আমার
নাম শকুন্তলা তার।
[সখীরে প্রিয়ংবদে অনসূয়ে বলো না]-২
একি রে আমার হলো! মনে মন রয় না
কেন তারে হেরিলাম,হরিলো সবই আমার।
রাজাধিরাজ কুমার মনমৃগ সে ক’রে শিকার
অন্তরালে যায় চলিয়া হৃদি দলিয়া
লীলা তার বোঝা ভার!
রাজাধিরাজ কুমার।
[কিসেরই রাজা আমি কী হবে সিংহাসনে!]-২
হীরামনি মাণিক্যে,বিলাসে ও ব্যসনে
ভিখারি তাহারই প্রেমে হয়েছি,মেনেছি হার।
নাম শকুন্তলা তার যেন,বৃন্তচ্যুত ফুলভার
ছন্দময়ী যেন তটিনী বনহরিণী
সে আমার,সে আমার
নাম শকুন্তলা তার।
[প্রেম জ্বরে জরজর,হিয়া কাঁপে থরথর]-২
আঁখি ঝরে ঝরঝর,হয়েছি গো মরমর
মরি যদি তারে বলো,নাহি অভিযোগ আমার।
রাজাধিরাজ কুমার মনমৃগ সে ক’রে শিকার
অন্তরালে যায় চলিয়া হৃদি দলিয়া
লীলা তার বোঝা ভার!
নাম শকুন্তলা তার
নাম শকুন্তলা তার
নাম শকুন্তলা তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *