Moyur Konthi Rater Nile | ময়ূরকণ্ঠী রাতের নীলে

গান: ময়ূরকণ্ঠী রাতেরও নীলে
Moyur Konthi Rater Nile
Manabendra Mukhopadhyay
ময়ূরকণ্ঠী রাতেরও নীলে
আকাশে তারাদের ঐ মিছিলে
তুমি আমি আজ
চল চলে যাই
শুধু দু’জনে মিলে
হয়তো পাবো না
পথের ঠিকানা
তবু যাব আজ ছাড়িয়ে সীমানা
সাথী যদি হও পাশে থেকে মোর
করিনা ভয় নিখিলে
আকাশ যদি ঢাকে ঘনঘটায়
তারারা মেঘে মেঘে হারিয়ে যায়
যা আছে থাকনা
করি না ভাবনা
আঁধারে কুয়াশায় হারিয়ে যাব না
মনেরও আলোয় চিনে নেব পথ
তুমি ভরসা দিলে
ময়ূরকণ্ঠী রাতেরও নীলে
আকাশে তারাদের ঐ মিছিলে
তুমি আমি আজ
চল চলে যাই
শুধু দু’জনে মিলে…
ময়ূরকণ্ঠী রাতেরও নীলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *