মনের ঘরে যখনই তুমি এলে | Moner Ghore Jokhoni Tumi Ele

মনের ঘরে যখনই তুমি এলে

Moner Ghore Jokhoni Tumi Ele
দিল দীবানা না জানে কব খো গয়া
Dil Deewana Naa Jane Kab Kho Gaya
दिल दीवाना ना जाने कब खो गया
Movie: দাগ দী ফায়ার (Daag The Fire)
কথা: সমীর
সুর: রাজেশ রোশন
সঙ্গীত: রাজেশ রোশন
শিল্পী: কুমার শানু,অনুরাধা পড়ওয়াল
কণ্ঠ: সুদেশ ভোঁসলে,মধুশ্রী (বাংলা)

 

Table of Contents

মনের ঘরে যখনই তুমি এলে


মনের ঘরে হো হো হো হো
[মনের ঘরে যখনই তুমি এলে
মন ময়ূরী দিলো যে পেখম মেলে]-৩
প্রেমের সুধা উজাড় করে
দিলে যে গো ঢেলে এ এ
মনের ঘরে যখনই তুমি এলে
মন ময়ূরী দিলো যে পেখম মেলে।
[পাগল পাগল মনটা আজ
মানেনা যে লোক লাজ
তোমার কথা ভাবা ছাড়া
নেইতো আমার কোনো কাজ (হো)]-২
রঙটা তোমার চাপার বরণ
রূপটা যে হায় চাঁদের বরণ
ধন্য হবে গো এ জীবন
ওগো তোমাকে পেলে
মনের ঘরে যখনই তুমি এলে
মন ময়ূরী দিলো যে পেখম মেলে।
হায় ঝিনুক যেমন বুকে মুক্তো রাখে
তেমন করে রাখবো আমি তোমাকে
শিশির ধোয়া আরো দু’চোখে নিয়ে
এই মন যে তোমারই ছবি আঁকে
এই আঁধার মনে আলোর প্রদীপ
প্রিয় দাও গো জ্বেলে।
আ আ আ আ আ আ আ
[চান্দ বিনা কি বলো জোছনা কি গো ফোঁটে ?
বর্ষা বিনা কি বলো রামধনু রং ওঠে ? (হো)]-২
তুমি বিনা কত ব্যথা ওঠবে যে মোর এ বুকে
দেব সাঁড়া তোমায় আমি ওগো কাছে ডাকলে
মনের ঘরে যখনই তুমি এলে
মন ময়ূরী দিলো যে পেখম মেলে
প্রেমের সুধা উজাড় করে
দিলে যে গো ঢেলে এ এ
আ আ উ উ
মনের ঘরে যখনই তুমি এলে আ আ
মন ময়ূরী দিলো যে পেখম মেলে উ উ
মন ময়ূরী দিলো

Moner Ghore Jokhoni Tumi Ele

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *