Mone Ki Pore Na Pothik Lyrics
মনে কি পড়ে না পথিক
মনে কি পড়ে না পথিক
মনে কি পড়ে না পথিক
আসিয়াছ কত দূরে,
কেন মরীচিকার পিছে
মরিতেছ ঘুরে-ঘুরে।
ভবে আসবার পূর্বে মাতৃগর্ভে
কি বলিয়া এসেছ,
কারে ভালবাসবে বলে
কারে ভালবেসেছ।
দেখো, দিনে-দিনে ফুরাল দিন
সোনার দেহ হল ক্ষীণ,
আবার কবে পাবে সুদিন
ডাকিতে সেই প্রাণবন্ধুরে।
দূর-দূরান্তর পাহাড়-নদী
করিয়াছ অতিক্রম,
জানো না কি কোথায় তোমার
বিশ্রাম করিবার আশ্রম।
কোথায় গেলে পাবে শান্তি
কতদিনে যাবে ক্লান্তি,
ঘুচল না তোর মনের ভ্রান্তি
কাঁদতে হবে অন্ধকারে।
যুগ-যুগান্তর গত হল
হল না রে পথের শেষ,
ওরে, মনে কি পড়ে না পথিক
ঘুরিতেছ কত দেশ।
চলেছ যার পিছে-পিছে
কয়দিন সে আর থাকবে কাছে,
আজ যে তোমার কাছে আছে
কাল পালাবে তোমায় ছেড়ে।
ওরে পথিক, পিছন পানে চেয়ে দেখ
আসিয়াছ কত দূর,
কানে কি শোন না তোমার
বিদায়বেলার নিদান সুর।
ঝড় উঠেছে নীলাকাশে
ঘর ভাঙবে ঘূর্ণি বাতাসে,
কাঙাল বল্লভ মরল এসে
পথ ভুলবি পথে পড়ে।