Mon Tumi Ki Chirojibi Lyrics
মন তুমি কি চিরজীবি
Mon Tumi Ki Chirojibi Lyrics
মন তুমি কি চিরজীবি
ভেবেছ দিন এমনি যাবে,
দেহপিঞ্জর করিবে ভঙ্গ
প্রাণবিহঙ্গ পলাইবে।
দশাননের দশাসন
ভেবে দেখ মন ত্রেতাকালে,
দেবেন্দ্র যার গাঁথিতেন হার
জন্মান্ধতার অশ্রুসালে।
কোথায় বা সেই যদুবংশ
কোথায় বা সেই রাজা কংস,
রইলো না তার কোনও অংশ
কালে ধ্বংস সবাই হবে।
ভীমার্জুন দুর্যোধন
শতপুত্র-ভ্রাতা যার,
কোথায় রে বীর অভিমন্যু
মাতুল শ্রীগোবিন্দ যার।
মাতা-পিতা-ভগ্নী-ভ্রাতা
পুত্র-কন্যা-পরিবার,
সুখের সময় সবাই তারা
দুখের সময় কে বা কার।
করলি না মন সাধুসঙ্গ
শ্রীগোবিন্দের নামপ্রসঙ্গ,
সেদিন হবে রে তোর সাজি ভঙ্গ
চতুর-অঙ্গ পড়ে রবে।
করলি না মন শেষ পন্থা
বিষয়চিন্তা অবিরত,
দেশবিদেশে ধনোদ্দেশে
ভূমিতে কাল হলে গত,
যেদিন পড়বি যমের প্রশাসনে
ঘুরবি শ্রমের পাকে-পাকে,
এদিন তোমার এ দুর্দিনে
গোবিন্দ বিনা কে বা হবে।
নীলকণ্ঠ বলে পাপাগুণে
মরলি রে তুই যোগসাধনে,
যেদিন পড়বি যমের প্রশাসনে
ঘুরবি শ্রমের পাকে-পাকে,
সেদিন দীনবন্ধু বলে
কে তোমারে তরাইবে।