Mon Tor Eto Bhabna Kene Lyrics
মন তোর এত ভাবনা কেনে
মন তোর এত ভাবনা কেনে
Mon Tor Eto Bhabna Kene Lyrics
মন তোর এত ভাবনা কেনে
একবার কালী কালী বলে বসরে ধ্যানে।
জাকজমকে করলে পুজা,
অহংকার হয় মনে মনে।
তুমি লুকিয়ে তারে করবে পুজা
জানবে নারে জগত জনে।
ধাতু পাষাণ মাটির মূর্তি
কাজ কিরে তোর সে গঠনে,
তুমি মনময় প্রতিমা করি,
বসাও হৃদি পদ্মাসনে।
আলো চালার পাকা কলা
কাজ কিরে তোর আয়োজনে,
তুমি ভক্তি সুধা খাইয়ে তারে,
তৃপ্তি করো আপন মনে।
ঝাড় লণ্ঠন বাতির আলো
কাজ কি রে তোর সে রোশ্নায়ে,
তুমি মনময় মাণিক্য জ্বেলে,
দেও না জ্বলুক নিশি দিনে।
মেষ ছাগল মহিষাদি
কাজ কি রে তোর বলি দানে,
তুমি জয় কালী জয় কালী বলে,
বলি দেও ষড়রিপু গণে।
প্রসাদ বলে ঢাকঢোল
কাজ কি রে তোর সেবা জনে,
তুমি জয় কালী বলি দেও করতালি,
মন রাখো সেই শ্রীচরণে।
মন রে তোর ভাবনা কেনে।