Mon Bhabile Bolo Ki Hobe Lyrics
মন ভাবিলে বলো কি হবে
Mon Bhabile Bolo Ki Hobe Lyrics
তোমার যা আছে কপালে
ফলবে কালে-কালে,
বিধাতার লিখন কে খন্ডাইবে
মন ভাবিলে বলো কি হবে।
আর, বিধি যা লিখেছেন ললাট-উপরে
কার সাধ্য তা খন্ডাইতে পারে,
তার বল-বুদ্ধি-বিদ্যা পৌরুষে কি করে
যা ঘটিবার তাই ঘটিবে।
আর, যেই আদ্যাশক্তি সেই জগদ্ধাত্রী
কটাক্ষেতে যার হয় সৃষ্টি-স্থিতি,
তার পুত্রের কড়ি শুন্য, পিতা রাজা পুণ্য
দেখো পাগল অতি বলে সবে।
দেবাসুর মিলে সমুদ্র মন্থিলে
যার যেমনি ভাগ্য সেই তেমনি পেলে,
দেখো তার সাক্ষী, হরি পেলেন লক্ষ্মী
হরের কি আর বিষ সম্ভবে।
পাণ্ডু-কুলোদ্ভব যুধিষ্ঠির প্রভিতি
যার রথে হয় শ্রীকৃষ্ণ সারথি,
তারাও কর্মদোষে কেন বনবাসে
রাখিতে নারিল কেশবে।
রামচন্দ্র যিনি ব্রহ্ম-সনাতন
তাঁর সীতা হরি লংকার দশানন,
সবংশে যে তার হলো রে ছারখার
দেখো বংশে বাতি দিতে না রইলো ভবে।
নীলকণ্ঠ বলে ভাবো রে অদৃষ্ট
অদৃষ্টের ফল মেলাইবে কেষ্ট,
করো ওই পদে করো তোমার মন ইষ্ট-নিষ্ঠ
এ ভব যন্ত্রণা এড়াইবে।