Mon Amar Oi Kalo Meye Lyrics | মন আমার ওই কালো মেয়ে

Mon Amar Oi Kalo Meye Lyrics

মন আমার ওই কালো মেয়ে

ভবা পাগলার গান

Mon Amar Oi Kalo Meye Lyrics

মন আমার ওই কালো মেয়ে
কালো মেয়ে ভালো রে,
রূপের ছটায় ব্রহ্মাণ্ড তাই
ছড়িয়ে গেলো আলো রে।

 

ওই যে আমার কালো মেয়ে
শিবের সঙ্গে হলো বিয়ে,
আবার, কত শিব প্রসবিয়ে মেয়ে
শিবের বুকে রইল যে।

 

অভয়া মা মুক্তকেশী
যাঁর নখপটে রবি-শশী,
ধ্যান করে যার যোগী ঋষি
অন্ত নাহি পেল রে।

 

তুমি কালী, আমি কালী
ব্রহ্মাণ্ডটা বিরাট কালী,
আকাশ-বাতাস সবই কালী
তাই কালী-কালী বলো রে।

 

যেজন কালী-কালী কালী ভাবে
সেজন অন্তিমকালে কালী হবে,
ও সেই কালী হেরে কাল পালাবে
তাই ভবা কয়ে গেলো রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *