Megh Jhore Jhore Brishti Name Lyrics | মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে

Megh Jhore Jhore Brishti Name Lyrics
মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে

Megh Jhore Jhore Brishti Name Lyrics

মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে,
বৃষ্টির নাম জল হয়ে যায়
জল উড়ে উড়ে আকাশের গায়ে
ভালবাসা নিয়ে বৃষ্টি সাজায়
ইচ্ছেগুলো ভবঘুরে হয়ে,
চেনা অচেনা হিসেব মেলা
ভালবাসা তাই ভিজে একাকার
ভেজা মন থাক রোদের আশায়
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
চুপি চুপি রোদ, উঁচু নীচু মেঘ,
সারি সারি গাড়ি
দূরে দূরে বাড়ি………
নিভু নিভু আলো,চুপচাপ সব, কনকন
শীতে
ছমছম ভয়……
সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন
ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে যাক
ঘূরে ঘূরে যদি, দূরে দূরে তবু,
মেঘে মেঘে থাক ভালবাসা
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
মেঘ ঝড়ে ঝড়ে, জল উড়ে উড়ে
ভালবাসা তাই ভেজা মন থাক (২)
ভালবাসা তাই ভিজে একাকার,
ভেজা মন থাক রোদের আশায়
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
ঝিরিঝিরি হাওয়া, কৃষ্ণচূড়ায়
লাল লাল
ফুলে ছুটে ছুটে চলা,………
আধো আলো ছায়া, গুনগুন গাওয়া
পুরোনো দিনের গল্প বলা……..
সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন
ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে যাক
ঘরে ফেরা পথে, নিরবে নিভৃতে,
মেঘে মেঘে থাক ভালবাসা
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *