Matir Manush Lyrics
মাটির মানুষ
মাটির মানুষ
মাটির মানুষ মাটি হইয়া
দুনিয়ায় ফিরে আসে,
তাই, মিছে কেন আত্মীয়স্বজন
মিছে কেন ভাইবন্ধুজন,
দুই চোখের জলে ভাসে।
আর, মিনাখালা নাকুম বলে
কুরানে দেয় বর্ণনা,
মাটি হইতে মানবদেহ
গঠিলেন আল্লাহ্তালা,
এমন সুন্দর হাড়ের আদম
পূর্ণ হলো দশমাসে।
মাটির মানুষ মাটি হইয়া
মাটিতে হইয়া যায় সার,
সেই রস গাছপালাতে
টানিয়া করে আহার,
গাছই হয় মানুষের খাবার
রক্ত হইয়া যায় মিশে।
আলমে আরুহু দিয়ে
গঠিলেন মানবদেহা,
কেমনে মজিল মানুষ
বুঝায়ে দাও হাসানিয়া,
মূলকথা ইসরাইল শাহ বলে
পড়ো তাঁর চরণতলে।