মনবাঁ ভজ লে সীতারাম Lyrics
Manoba Bhojo Le Sitarama Lyrics
মনবাঁ ভজ লে সীতারাম
ভৈরবী—কাওয়ালি
-তুলসীদাস
মনবাঁ ভজ লে সীতারাম Lyrics
মনবাঁ ভজ লে সীতারাম।
ভজ লে সীতারাম মনবাঁ, কাহে ন জপতে নাম।
দিন দিয়া জী হরিগুণ গাবে গুরু দিয়া জো নাম॥
রাম গড়কে বৈঠে রামজী, সবকা মুজরা লীজে।
জো জ্যায়সা নৌকরী করেগা, উনকো ত্যায়সা দীজে॥
লেড়কা বালা লালন পালন তনকো দুধ পিলাবে।
মরণকালমে শরণ লেকে বাবা কর বোলাবে॥
এক নর ভুলে, দু নর ভুলে, ভুলে জগৎ-সংসার।
জান্ সুনকে জো নর ভুলে, উনকি নহি পার॥
-তুলসীদাস