মনবাঁ ভজ লে সীতারাম Lyrics | Manoba Bhojo Le Sitarama Lyrics (তুলসীদাস)

মনবাঁ ভজ লে সীতারাম Lyrics

Manoba Bhojo Le Sitarama Lyrics

মনবাঁ ভজ লে সীতারাম
ভৈরবী—কাওয়ালি

-তুলসীদাস

 

Table of Contents

মনবাঁ ভজ লে সীতারাম Lyrics


মনবাঁ ভজ লে সীতারাম।
ভজ লে সীতারাম মনবাঁ, কাহে ন জপতে নাম।
দিন দিয়া জী হরিগুণ গাবে গুরু দিয়া জো নাম॥


রাম গড়কে বৈঠে রামজী, সবকা মুজরা লীজে।
জো জ্যায়সা নৌকরী করেগা, উনকো ত্যায়সা দীজে॥


লেড়কা বালা লালন পালন তনকো দুধ পিলাবে।
মরণকালমে শরণ লেকে বাবা কর বোলাবে॥


এক নর ভুলে, দু নর ভুলে, ভুলে জগৎ-সংসার।
জান্ সুনকে জো নর ভুলে, উনকি নহি পার॥

-তুলসীদাস

 

Manoba Bhojo Le Sitarama Lyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *