মাগো আমার মনে রহিলো Lyrics | Maa Go Amar Mone Rohilo Lyrics

মাগো আমার মনে রহিলো Lyrics

Maa Go Amar Mone Rohilo Lyrics

মাগো আমার মনে রহিলো
Maa Go Amar Mone Rohilo
কথা,সুর ও শিল্পী: গোষ্ঠ গোপাল দাস

 

মাগো আমার মনে রহিলো Lyrics


মাগো আমার মনে রহিলো বেদনা গো
মাগো আমার মনে রহিলো বেদনা
[(আমি) থাকি গো বিদেশে বিদেশির বেশে]-২
আমার মায়ের সনে দেখা হলো না হলো না
মনে রহিলো বেদনা
আমার মনে রহিলো বেদনা গো
আমার মনে রহিলো বেদনা।
[(যে মা) দশমাস দশদিন গর্ভেতে ধরিল
প্রসবকালে মাতা কী যন্ত্রণা পেলো!]-২
[স্তন দুগ্ধ দিয়ে পালন করিল]-২
সে মায়ের ঋণ শোধিতে পারি না
মনে রহিলো বেদনা
আমার মনে রহিলো বেদনা।
[(হায় হায়) মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা
তবু বলবে আমার বাছা রইলো কোথা?]-২
[শ্মশানেতে জাগি আমার মায়ের মাথা]-২
আমি ভুলি আমার মা ভোলে না
মনে রহিলো বেদনা
আমার মনে রহিলো বেদনা গো
আমার মনে রহিলো বেদনা।
[(হায় হায়) পিতা-মাতা গুরু কর্ণে শুনতে পাই
মায়ের তুল্য গুরু এ জগতে নাই]-২
[(আজ) আমি মরে গেলে ভুলবেরে সবাই]-২
আমার মা তো ভুলিতে পারবে না পারবে না
মনে রহিলো বেদনা
আমার মনে রহিলো বেদনা গো
আমার মনে রহিলো বেদনা।

 

Maa Go Amar Mone Rohilo Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *