Maa (মা) Lyrics By Arfin Rumey | পৃথিবীর একপাশে মাকে রেখে

Maa (মা) Lyrics By Arfin Rumey
পৃথিবীর একপাশে মাকে রেখে
Prithibir Ekpashe Make Rekhe

Maa (মা) Lyrics By Arfin Rumey

পৃথিবীর একপাশে মাকে রেখে
অন্য পাশেও, মাকে রাখি
পৃথিবীর সব কথা ভূলে গিয়ে
ব্যাকুল প্রাণে, মাকে ডাকি
জীবনের সবখানে, সব গানে
মাকে ছাড়া, জীবনের নিলামে
মা হীন এলোমেলেও হৃদয়ে,
আর কোনও ঠিকানা
কেউ কি জানে?
ও…ও…হো……মা
মায়েরই মুখ দেখে দুঃখ ভুলি,
মায়েরই আঁচলে জীবন বুঝি।
যখনই দুরে যাই,
আড়ালে থাকি,
নিরবে চোখ মেলে মাকে খুঁজি।
মায়েরই পায়েতে স্বর্গ আছে,
স্বর্গ খুঁজিনা তাই অন্যখানে
মায়েরই কারনে বাঁচতে শেখা
দু চোখে মা, তুমি
জগৎ জানে
ও…..মা….মা……আ…..
ও…..মা….মা……আ…..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *