Loke Bole Lyrics
লোকে বলে
Loke Bole Lyrics
লোকে বলে, বলে রে ঘর বাড়ি ভালা না আমার
কি ঘর বানাইমু আমি, শুন্যের মাঝার।
ভালা করি ঘর বানাইয়া, কয়দিন থাকুম আর,
আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুল আমার।
এই ভাবিয়া হাসন রাজা, ঘর-দুয়ার না বান্ধে,
কোথায় নিয়া রাখবা আল্লায়, তাই ভাবিয়া কান্দে।
আগে জানত যদি হাসন বাঁচব কতদিন,
হায়রে বাঁচব কতদিন,
বানাইত দালান-কোঠা, বানাইত দালান-কোঠা,
করিয়া রঙিন।