Kothay Gelo Sonar Somoy Sonar Manush Koi Lyrics | কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই

Kothay Gelo Sonar Somoy Sonar Manush Koi Lyrics

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই

শিরোনাম :-হারানো দিনের স্মৃতি
লেখায় :-ফেরদৌস আহমেদ
বই :-কালের চিত্র সংগ্রহে শিল্পী এস এম জসিম

 

Kothay Gelo Sonar Somoy Sonar Manush Koi Lyrics

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই
কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।

কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হাল
কোথায় গেল রংবেরঙের ডিঙি নায়ের পাল।
কোথায় গেল মাটির কলস,সেই কলসির জল
ঘরের শোভা রঙিন শিখা কোথায় গেল বল।
শকুনরা সব কোথায় গেল কোথায় গেল কাক
কোথায় গেল শিয়াল মামার হুক্কাহুয়া ডাক।
কোথায় গেল শিল আর পাটা পাটার বাটা ঝাল
কোথায় গেল কাঠের ঢেকি ঢেকির ছাঁটা চাল।
কোথায় গেল পালকি চলার হুনহুনাহুন সুর
ঠেলার গাড়ি হারিয়ে গেল হায়রে কত দূর।
কোথায় গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন
কোথায় গেল হারিকেন আর কোথায় কেরোসিন।
কোথায় গেল গরুর টানা আঁখ মারানোর কল
কোথায় গেল গ্রামের বাড়ির বাংলা ঘরের চল।
বিয়েবাড়ির গীতের আসর কোথায় গেল ভাই
কলাপাতায় আহার করার মেজবানিটাও নাই।

কোথায় গেল কাঁচের চুড়ি রেশমী ফিতার সাজ
কোথায় গেল হাত রুমালের সুতার কারুকাজ।
কোথায় গেল মাটির কূপের মিষ্টি স্বাদের জল
কোথায় গেল ডাল মারানোর শিলার যাঁতাকল।
কোথায় গেল কুলুর বলদ বন্ধ যাহার চোখ
কোথায় গেল হুক্কা তামাক হুক্কা টানার লোক।
হারানো সুর খুঁজতে গিয়ে সবচেয়ে ব্যথা পাই
যখন দেখি কোরআন শিখার মকতব ও আর নাই।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *