Kobitar Gaan Lyrics | কবিতার গান by Hasan Joy | হাসান জয়
Jodi Bare Bare Eki Sure Prem Tomay Kadai Lyrics যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায় লিরিক্স Hasan Joy
যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায় লিরিক্স | Jodi Bare Bare Eki Sure Prem Tomay Kadai | Hasan Joy Lyrical Song
Song: Jodi Bare Bare
Singer: Hasan Joy
Lyrics: Hasan Joy
Tune: Hasan Joy
Production: Zhir Zhir
Kobitar Gaan Lyrics
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালা
যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়
তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়?
যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়
তবে ইশারা কোথায় আর আশারা কোথায়?
যদি মিথ্যে মনে হয়
সব পুরানো কথা
যদি চায়ের কাপেতে জমে নীরবতা
তবে, বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালা
যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়
যদি সত্যিগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়
যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়
যদি সত্যিগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়
তবে শুনে দেখ প্রেমিকের গানও অসহায়
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালা
যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকার
তবে অভিনয় হয় সবগুলো অভিসার
যদি ঝিলমিল নীল আলোতে ঢেকে দেয় আঁধার
তবে কি থাকে তোমার? বলো কি থাকে আমার?
যদি ভালবাসা সরে গেলে মরে যেতে হয়
কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়
যদি ভালবাসা সরে গেলে মরে যেতে হয়
কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়
শেষে কবিতারা দায়সারা গান হয়ে যায়!
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালা
যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়
তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়?
যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়
তবে ইশারা কোথায় আর আশারা কোথায়?
যদি মিথ্যে মনে হয়
সব পুরানো কথা
যদি চায়ের কাপেতে জমে নীরবতা
তবে, বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালা
Kobitar Gaan Lyrics in Bangla
কবিতার গান লিরিক্স
Kobitar Gaan
Lyric and Vocal: Hasan Joy
Tune & Composition: Hasan Joy
Guitar: Tazbim Bin Hamid
Melodica: Timothy Sajjan
Ukulele & Vocal: Hasan Joy
Percussion & Co-vocal: Nazmul Islam Nayem
Cajon: Sayedul Arefin Sahil
Bass: Mohaiminul Haque
Sound Engineer – Akram Siddique (Jazz Baul)
Mix and Master – Dewan Anamul Hasan Raju
Music Production – Zhir Zhir
কবিতার গান
কথা,সুর , সংগীত আয়োজনঃ হাসান জয়
গীটারঃ তাজবীম বিন হামিদ
মেলোডিকাঃ টিমোথি সজ্জন
উকুলেলে এবং কণ্ঠঃ হাসান জয়
পারকিউশান এবং কণ্ঠঃ নাজমুল ইসলাম নাঈম
কাহনঃ সাইয়েদুল আরেফিন সাহিল
বেজঃ মোহাইমিনুল হক
সাউন্ড ইঞ্জিনিয়ার – আকরাম সিদ্দিকী (জ্যাজ বাউল)
মিক্স অ্যান্ড মাস্টার – দেওয়ান আনামুল হাসান রাজু
মিউজিক প্রোডাকশন – ঝিড়ঝিড়)
কবিতার গান-এর কথা :
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালালা ।।
যদি বারেবারে একই সুরে
প্রেম তোমায় কাঁদায়,
তবে প্রেমিকা কোথায়
আর প্রেমই বা কোথায়?
যদি দিশেহারা ইশারাতে
প্রেমই ডেকে যায়,
তবে ইশারা কোথায়
আর আশারা কোথায়?
যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা,
যদি চায়ের কাপেতে জমে নীরবতা,
তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালালা।।
যদি প্রতিদিন সেই রঙিন
হাসি ব্যথা দেয়,
যদি সত্যগুলো স্বপ্ন হয়ে
শুধু কথা দেয়,
তবে শুনে দেখো প্রেমিকের
গানও অসহায়।
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালালা।।
যদি অভিযোগ কেড়ে
নেয় সব অধিকার,
তবে অভিনয় হয়
সবগুলো অভিসার।
যদি ঝিলমিল নীল আলো কে
ঢেকে দেয় আঁধার,
তবে কি থাকে তোমার
বলো কি থাকে আমার?
যদি ভালোবাসা সরে গেলে
মরে যেতে হয়,
ক্যানো সেই প্রেম ফিরে এলে
হেরে যেতে ভয়?
শেষে কবিতারা দায়সারা
গান হয়ে যায়।
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালালা।।
যদি বারেবারে একই সুরে
প্রেম তোমায় কাঁদায়,
তবে প্রেমিকা কোথায়
আর প্রেমই বা কোথায়?
যদি দিশেহারা ইশারাতে
প্রেমই ডেকে যায়,
তবে ইশারা কোথায়
আর আশারা কোথায়?
যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা,
যদি চায়ের কাপেতে জমে নীরবতা,
তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালালা।।