Ki Rup Herinu Lyrics | কী রূপ হেরিনু Lyrics

Ki Rup Herinu Lyrics
কী রূপ হেরিনু Lyrics
কী রূপ হেরিনু
(Ki Rup Herinu
পদাবলী কীর্তন
ছায়াছবি: নীলাচলে মহাপ্রভু(১৯৫৭)
কথা: দ্বিজ ভীম
সুরকার: রাইচাঁদ বড়াল
শিল্পী: প্রতিমা বন্দ্যোপাধ্যায়)

কী রূপ হেরিনু Lyrics

[কী রূপ হেরিনু মধুর মুরতি
পিরিতি রসের সার !]-২
হেন লয় মনে এ তিনো ভুবনে
তুলনা নাইকো আর
পিরিতি রসের সার !
বড় বিনোদিয়া চূড়ার টালনি
কপালে চন্দন চাঁদ।
[জিনি বিধুবর বদন সুন্দর]-২
[ভুবন মোহন ফাঁদ]-৪
জোড়া ভুরু যেন কামের কামান
কেনা কইল নিরমান।
[তরল নয়নে তেরছ চাহনি]-২
[বিষম কুসুম বাণ]-৩
কী রূপ হেরিনু মধুর মুরতি
পিরিতি রসের সার !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *