Ki Rup Herinu Lyrics
কী রূপ হেরিনু Lyrics
কী রূপ হেরিনু
(Ki Rup Herinu
পদাবলী কীর্তন
ছায়াছবি: নীলাচলে মহাপ্রভু(১৯৫৭)
কথা: দ্বিজ ভীম
সুরকার: রাইচাঁদ বড়াল
শিল্পী: প্রতিমা বন্দ্যোপাধ্যায়)
কী রূপ হেরিনু Lyrics
[কী রূপ হেরিনু মধুর মুরতি
পিরিতি রসের সার !]-২
হেন লয় মনে এ তিনো ভুবনে
তুলনা নাইকো আর
পিরিতি রসের সার !
জোড়া ভুরু যেন কামের কামান
কেনা কইল নিরমান।
[তরল নয়নে তেরছ চাহনি]-২
[বিষম কুসুম বাণ]-৩
কী রূপ হেরিনু মধুর মুরতি
পিরিতি রসের সার !