Kare Bolcho Magi Magi Lyrics
কারে বলছো মাগী মাগী
লালন
Kare Bolcho Magi Magi Lyrics
কারে বলছো মাগী মাগী
সে বিনে (ঘাট) এড়াইতে পারে
কোন বা মহৎ যোগী।।
ব্রহ্মা বিষ্ণু আর নারায়ণে
মরল মাগীর বোঝা টেনে
তাই না বুঝে আম-জনে
বাঁধাল ঠগঠগি।।
মাগীর দায় নন্দের বেটা
হয়ে গেল নটা-পটা
মাগীর দায় মুড়িয়ে মাথা
হালছে বেহাল যোগী।।
ভোলা মহেশ্বর মাগীর দাসী
মাগীর দায় শিব শ্মশানবাসী
সিরাজ সাঁই কয় লালন কৃষি
তোর একটা পদবি।।
কারে বলছো মাগী মাগী
কারে বলছো মাগী মাগী।
সে বিনে এড়াতে পারে
কোন সে মহাযোগী।।
ব্রহ্মা বিষ্ণু শিব নারায়ণে
ম’লো মাগীর বোঝা টেনে,
তাই না দেখে আনলোকে সব
বাঁধাইছে ঠকঠকি।।
মাগীর দায়ে নন্দের বেটা
হয়ে গেলো লেটাবেটা,
মাগীর দায়ে মুড়িয়ে মাথা
হালসে বেহাল যোগী।।
ভোলা মহেশ্বর মাগীর দাসী
তাইতে শিব শ্মশানবাসী,
সিরাজ সাঁই কয় লালন কিসি
তোর এতো পদবী।।
কারে বলছো মাগী মাগী (আরেকটি সংস্করণ)
যারে বলছ মাগী মাগী।
সে ঘাট এড়াতে পারে সে মহা বৈরাগী।।
মাগীর দায় নন্দের বেটা
হালছে বেহাল গলে কেঁথা,
উদাসীনে মুড়িয়ে মাথা
ফিরছে হয়ে যোগী।।
মাগীর প্রেমে চণ্ডীদাসে
বিকালে রজকীর পাশে,
মরিয়ে জীবন পায় সে
হয়ে শুদ্ধ অনুরাগী।।
দেবের দেব সে বিরধি কালী
মাগির দায় শ্মশানবাসী,
লালন কয় সে আউলেকেশী
বুকে পা দিয়ে কিসের লাগি।।