Jole Re O Jole Re E Pritibi Lyrics |জ্বলেরে ও জ্বলেরে এ পৃথিবী

জ্বলেরে ও জ্বলেরে এ পৃথিবী
Jole Re O Jole Re E Pritibi
কথা: গোবিন্দ প্রামাণিক
সুর ও শিল্পী: পরীক্ষিত বালা

Jole Re O Jole Re E Pritibi Lyrics

জ্বলেরে ও জ্বলেরে এ পৃথিবী,
ধনী-গরীব সবাই জ্বলে,
কেউ মনে কেউ খিদেতে
[(হায়রে) মনের জ্বালা পেটের জ্বালা]-২
জ্বালায় জ্বলে এ জীবন
দিবা-নিশি জ্বলছে দয়াল
তোমার সাধের এই ভুবন
মনের জ্বালা পেটের জ্বালা
[প্রেম পিরিতে জ্বলেরে যৌবন,
স্মশানেতে জ্বলবে চিতা হলেরে মরণ]-২
[জগৎ জোড়া ত্রিতাপ জ্বালা]-২
জ্বালা ছাড়া নেই জীবন
[মনের জ্বালা পেটের জ্বালা]-২
জ্বালায় জ্বলে এ জীবন
দিবা-নিশি জ্বলছে দয়াল
তোমার সাধের এই ভুবন
মনের জ্বালা পেটের জ্বালা
[শোকের জ্বালায় জ্বলেরে মন,
দুঃখের জ্বালায় যায় জীবন]-২
[ছেলের শোকে জননী জ্বলে,
শাঁখা সিঁদুর মুছে গেলে নারীরা জ্বলে]-২
সতীন জ্বালা কাঁটার জ্বালা
জ্বলে যে তুষের আগুন
মনের জ্বালা পেটের জ্বালা
জ্বালায় জ্বলে এ জীবন
দিবা-নিশি জ্বলছে দয়াল
তোমার সাধের এই ভুবন
[মনের জ্বালা পেটের জ্বালা]-২
জ্বালায় জ্বলে এ জীবন
দিবা-নিশি জ্বলছে দয়াল
তোমার সাধের এই ভুবন
মনের জ্বালা পেটের জ্বালা

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *