Jibon Jokhon Chilo Fuler Moto Lyrics | জীবন যখন ছিল ফুলের মতো

Song : Jibon Jokhon Chilo Fuler Moto
Lyrics : Rabindranath Tagore
Singer : Sahana Bajpaie
Parjaay : Puja-258
Upa-parjaay : Antarmukhe
Raag : Mishra-Behag Baul
Taal : Dadra
Arrangement : Pratyush Banerjee
Director : Kaushik Ganguly
Label : Surinder Films

Jibon Jokhon Chilo Fuler Moto Song Lyrics In Bengali :

জীবন যখন ছিল ফুলের মতো
পাপড়ি তাহার ছিল শত শত,
জীবন যখন ছিল ফুলের মতো
পাপড়ি তাহার ছিল শত শত,
জীবন যখন ছিল ফুলের মতো।

 

বসন্তে সে হতো যখন দাতা
ঝরিয়ে দিত দু-চারটি তার পাতা,
বসন্তে সে হতো যখন দাতা
ঝরিয়ে দিত দু-চারটি তার পাতা,
তবুও যে তার বাকি রইত কত,
জীবন যখন ছিল ফুলের মতো।

 

আজ বুঝি তার ফল ধরেছে তাই
হাতে তাহার অধিক কিছু নাই,
আজ বুঝি তার ফল ধরেছে তাই
হাতে তাহার অধিক কিছু নাই,
হেমন্তে তার সময় হলো এবে
পূর্ণ করে আপনাকে সে দেবে,
হেমন্তে তার সময় হলো এবে
পূর্ণ করে আপনাকে সে দেবে,
রসের ভারে তাই সে অবনত।

 

জীবন যখন ছিল ফুলের মতো
পাপড়ি তাহার ছিল শত শত,
জীবন যখন ছিল ফুলের মতো
পাপড়ি তাহার ছিল শত শত,
জীবন যখন ছিল ফুলের মতো।

Jibon Jokhon Chilo Fuler Moto Song Lyrics In English:

Jiban Jakhon Chhilo Fuler Moto
Papri tahar chilo shoto shoto
Jiban Jakhan Chilo Fuler Moto
bosonte se hoto jokhon data
Jhoriye dito du charti taar pata
Tobuo je taar baki roito koto
Jiban Jakhan Chilo Phuler Moto
Aaj bujhi taar fol dhoreche tai
Haate tahar odhik kichu nai
Hemonte taar somoy holo ebe
Purno kore apnake se debe
Roser bhare tai se obonoto
Jibon Jokhon Chilo Phuler Moto

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *