Lyrics

Jhik Jhik Jhik Chole Rail Gari Lyrics | ঝিক ঝিক ঝিক চলে রেল গাড়ী Lyrics

Jhik Jhik Jhik Chole Rail Gari Lyrics

ঝিক ঝিক ঝিক চলে রেল গাড়ী Lyrics

এ.এফ.এম.আলিমউজ্জামান

 

Jhik Jhik Jhik Chole Rail Gari Lyrics

 

ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক
চলে রেল গাড়ী
এতে চড়ে আমি এবার পৌঁছে যাব বাড়ি।।

রেল গাড়ী রেল গাড়ী চলে এঁকে বেঁকে
বাঁশী বাজায় জোরে জোরে একটু থেকে থেকে
নিয়ে যাবে সঙ্গে করে মিষ্টি যে সাত হাড়ি।।

সবাই মিলে মজা করে মামার বাড়ি যাবো
সেথায় গিয়ে চানাচুর আর টক ঝাল আচার খাবো
রাগারাগি করলে সবাই নিয়ে নেবো আঁড়ি।।

 

 

Check Also

O Mago Ma Lyrics | ও মাগো মা

ও মাগো মা, অন্য কিছু গল্প বলো “এক যে ছিলো রাজা-রাণী” অনেক হলো ও মাগো, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *